Money Management আর Product Pricing এর ব্যাপার টা অনেকটা আফ্রিকান আদিবাসি জনগোষ্ঠীর পোশাকের মত।
একেবারে সামনের দিকে কিছু ঝুলিয়ে রেখে ইজ্জত বাঁচানো গেলেও পিছনের দিকটা একেবারেই ওপেন।
Money Management
Product Pricing
Supply Chain Management
এগুলিতে আমরা গুরুত্ব দিই না ব্যাপারটা এমন না।আমরা তো ম্যাক্সিমাম পাবলিকে এটাই বুঝিনা যে এই কাজগুলি ব্যাবসাতে লাগে কতটা বা গুরুত্ব কতটা।
বাই দ্যা ওয়ে,এই আফ্রিকান আদিবাসিদের পোশাক না চিনে থাকলে একটু Google Search করে নেন।তাতে নিজের বিজনেস নলেজ নিয়ে একটা ধারনা আসবে।
এমন পাবলিক যারা থাকতে বা হতে চান না,তাদের জন্য যাত্রা করছি ব্যাপারটা ছবিতে তাই বোঝালাম
