Motivational Talk

ইনভেষ্ট করা অবশ্যই খুব ভালো কাজ এবং এটা করতে পারলে আপনার ভবিষ্যৎ এ সেটা কাজে আসবে কিন্তু এই ইনভেস্ট করার চিন্তায় নিজের শখ-আহ্লাদ কে বিসর্জন দেয়াটা আবার ঠিক নয় মোটেও।
আজকে আপনার মধ্যে যে শখ বা ইচ্ছা আছে,সেটা আগামীকাল নাও থাকতে পারে আর তাই আপনার-আমার সবার উচিত নিজের ইচ্ছার প্রাধান্য দেয়া।
ঘুরতে যেয়ে টাকা খরচ করা কিংবা বই কিনে টাকা খরচ করাটাও একটা ইনভেষ্ট।এইটা পরিমাপ করতে গেলে আপনাকে শুধু ঐ লেভেলের জ্ঞান দিয়ে ভাবতে হবে এই আর কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *