Not everyone deserves your colourful side.

Not everyone deserves your colourful side.
গতকালের কিছু বিক্ষিপ্ত ঘটনা শেয়ার করি,আমি ঢাকা এসে পৌছালাম জুম্মার নামাজের ঠিক আগেই।এসেই নামাজে গেলাম আর নামাজ থেকে এসেই একটানা বসে আজকের ক্লাসের মডিউল সব রেডি করেছি।
যেহেতু শুক্রবার ছিলো তাই অফিসের সবার টেক্সটের রিপ্লাই করার কথা না কাস্টোমারদের।আমার কাজটা শেষ করতে করতে প্রায় ৭ টা বেজে গেছে বলে আমিও আর সেভাবে কারো ম্যাসেজের রিপ্লাই করিনাই।
৭ টার পরে অফিশিয়াল নাম্বারের কিছু ম্যাসেজ রিপ্লাই করতে যেয়ে পড়লাম বিপত্তিতে-
১. কথা না বলে কাজ দিব কেন?
২. কথা বলতে গেলে কেন সিডিউল নিতে হবে?
৩. এত দেরি করে কেন রিপ্লাই করেন?
৪. এত সুনাম দেখে কাজ করতে এলাম অথচ আপনি তো অনেক মুডি।
৫. ডলার রেট বাইরে ১২৪ আপনি কেন ১৭০ নিবেন?
৬. ফোন ধরেন কথা বলবো।
৭. কাজের আগেই টাকা কেন দিব?
৮. ২০ ডলারে সেল কয়টা এনে দিবেন?
এমন সব পিকিউলিয়ার প্রশ্ন দেখে আমি মাথাট যতটা পারা যায় ঠান্ডা রেখে রিপ্লাই করেছি আর বিস্তারিত সব বলে দিয়েছি।
একটা পর্যায়ে আবার একজন বলে বসলেন- আপনি আমার এই কাজগুলা ডিসকাউন্টে ভালো করে করেন আমি আপনাকে দিয়ে অনেক কাজ করাবো।
তাকে খুব সুন্দরভাবে রিপ্লাই দিলাম, ১৪ বছর একই ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে এই টাইপের কথাগুলি খুব চিপ লাগে।আপনাকে কয়েকটা ফ্যাক্ট বলি-
১. কাজের মুল্য নির্ধারিত হয়,ঐ ব্যাক্তি/কোম্পানির স্কিল আর সাথে তাদের অভিজ্ঞতা ও কাজের কোয়ালিটি বুঝে তাই দামাদামি করে কাজ করার বয়স পার করে ফেলেছি অনেক আগে।
২. কথা বলার জন্য টাকা লাগেনা তবে আমি কাউকে ফ্রীতে তার বিজনেস ডেভলপমেন্ট নিয়ে কথা বলতে দিই না সময়।কারন, Time is money.
৩. কত ডলারে, কয়টা সেল আসবে এই প্রশ্ন করার মানে হলো- আপনি এই সেগমেন্ট টা বোঝেনই না।তাই এই বিষয়ে কথা আগাতে চাইছিনা।
৪. আপনি আমার চেহারা দেখেন নাই,সামনে বসে কথা বলেন নাই অথচ আমাকে মুডি ভেবে ফেলাটা অন্যায় অবশ্যই।এরপরেও বলি- আপনি আমার সম্ভাব্য কাস্টোমার,প্রেমিকা নন যে এত প্রেম দিয়ে কথা বলতে হবে।
৫. এডভান্স পেমেন্ট ছাড়া কারো কাজ আমরা শিটেও তুলিনা আর কাজ করাতো দুরের কথা।
এই জায়গাটা আবার খুব স্ট্রিক্ট হবো।কারন আমাদের অনেক রেগুলার ক্লায়েন্ট ও ইদানিং কাজ করার পরে পেমেন্ট করতে ডিলে করছেন।এটা একেবারেই কাম্য না।
এখন থেকে আবার ব্যাক অন ট্রাক,ভাইয়া এই কাজটা করতে চাইছি- আমি এমাউন্ট জানালে আগে পেমেন্ট করবেন পরে কাজ হবে।নইলে কাল দিচ্ছি,সকালে বা বিকালে বা রাতে কথা শুনতে ভালো লাগেনা।
আমার ভাই দিনে ৩০০-১০০০ জনের ম্যাসেজ সর্বনিম্ন রিপ্লাই করতে হয়।আমার নিজেরই তো মনে থাকবেনা যে কে কাজ করে পেমেন্ট করেনাই।
যাহোক,এই টাইপ কাস্টোমারদের বলবো- যাকে কাজ দিবেন,তার সম্পর্কে জেনে বুঝে কাজ দিয়েন।এতে লাভ আপনারই হবে।
আর শেষ কথা,যারা বলেন- সৌভিক ভাই স্ট্রেইট কথা বলে বা কেমন কাঠখোট্টা হয়ে কথা বলে,বা রুড বলে, তাদেরকে বলি- আমরা তো পেশাদার জায়গায় থেকে পেশাদারী মনোভাব নিয়েই কাজ করবো আর কথা বলবো,তাহলে এখানে কি প্রেমময় স্টাইলে আমার কথা বলা উচিত?
ভাই,আমি যদি ঐ টোনে কথা বলি- পরে কিন্তু প্রেমে পড়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *