Post Boosting এ রিচ কম, সেল ড্রপ, কারনগুলি একটু দেখে আসি

 

প্রথমেই বলে নিই, যারা ভাবেন ফেসবুকে বিজনেস করতে বুষ্ট (এড/বিজ্ঞাপন) লাগেনা, তাদের জন্য এই পোষ্ট নয়।

লেখাগুলি আমার মনগড়া নয়, বরং ফেসবুকের টিমের সাথে মিটিং শেষে তাদের কাছ থেকে যেগুলি জেনেছি সেগুলি নিয়েই আলোচনা করবো আজকে।

নতুন আপডেট- ফেসবুক বেশ আগে থেকেই সস্পুর্ণ কর্পোরেট প্ল্যাটফর্ম এবং কমপ্লিট বিজনেস প্যাকেজ।গত ২ বছর ধরেই তারা সবকিছুকে রিয়েল করার জন্য চেষ্টা করে যাচ্ছে,সেটারই ধারাবাহিকতায় তারা আরো সিকিউরড ও আরো বেশি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করার জন্য-
সিকিউরিটি লেভেল
অথেনটিসিটি
এডস ম্যানেজার আপডেট

এই সকল কাজগুলি করছে,যা আগামী ৩ জানুয়ারি, ২০২৩ এ শেষ করে রিলিজ করার কথা জানিয়েছে।

ফেসবুকের বিজনেস – আপনি,আমি যেভাবে ফেসবুককে কাজে লাগিয়ে বিজনেস করছি,তারাও নিশ্চয়ই বিজনেস করতে চাইবে।এইটার কোন আলাদা মতবাদ নেই।সাধারন সেন্স কি বলে আপনার মনকে?

আপনিও এমন একটা প্ল্যাটফর্ম বানাতে পারলে, আপনিও নিজের ইনকামের চিন্তা করতেন।আশেপাশে তাকান, বাংলাদেশের বিভিন্ন গ্রুপের দিকে তাকালেই বুঝবেন-সকলেই কিভাবে ইনকামের জন্য নানান পন্থা অবলম্বন করেছে,তাহলে ফেসবুক কেন সেই ব্যাবস্থা করবেনা?

ফেসবুক তাদের ইতিহাসে,সবচেয়ে বেশি বিজনেসের চিন্তা করছে এখন।তারা ফেসবুক পেজকে ক্লাসিক মোড থেকে প্রফেশনাল করেছে, আপনার আইডিকেও প্রফেশনাল করেছে এবং সকল জায়গাতেই আপনাকে বুষ্ট করতে ইনফ্লুয়েন্স করছে।কারন-তাদের আল্টিমেট ভাষা হলো, Win-Win পলিসিতে কাজ করা।

আপনি ফেসবুক ব্যবহার করে ইনকাম করুন, ওরাও আপনাকে নিয়ে ইনকাম করবে।আপনি যেমন আপনার কোন এমপ্লয়িকে দিয়ে ৭ টাকা ইনকাম করে তাকে ১ টাকা বেতন দিবেন,তেমনই আপনাকে দিয়েও ফেসবুক ৭ তাকার কাজ করিয়ে নিয়ে ১ টাকার বেনিফিট দিবে।
এই নিয়মে যারা দোষ খোঁজেন, তাদের জন্য আমার সমবেদনা ছাড়া কিছুই বলার নেই।কারন- এটাই বিশ্বজোড়া রুলস,সব কোম্পানিকেই এটা মেনে চলতে হয়, নইলে লাটে উঠতে হয়।

কমপ্লিট বিজনেস প্যাকেজে কাজ- ফেসবুক চাইছে,তাদের সকল কাজ যেন রুলস মাফিক হয়, এবং সেজন্য আপনাকে রুলস মানতে তারা বাধ্য করছে।নিজেদের আইডিতে ও পেজে নানা সমস্যা ও নিয়মকানুন দেখে আসলে আপনাদের বোঝা উচিত।

তারা চাইছেই বুষ্ট ও প্রমোট একসাথে চলুক এবং ফানেল আলাদা হোক।প্রমোট চলবে- যেন পেজটা রিচ করতে পারে সবার কাছে, আর একইসাথে বুষ্ট চলবে,যেন ঐ নিদৃষ্ট পোষ্ট টা সকলের নিকটে যেয়ে কাষ্টমার জেনারেট হয়।

রিপিট ফানেল ব্যবহার না করতে- একটা সময়ে আমরা যেকোন পেজেই মাসিক একতা লিমিট দিয়ে কাজ করতে পারতাম,কেননা মুখস্থ কিছু রুলস ছিলো।এখন ফেসবুক এগুলি থেকে সরে এসেছে।একই ফানেল বারবার ব্যবহার করা থেকে নিরত থাকতে বলছে।

যেমন- ৫ দিন ১০ ডলার, ৪ দিন ১২ ডলার এমন সকল সিষ্টেমে বারবার কাজ না করে, কাষ্টমার রিটার্গেটিং ও ডলার রিসেট করতে বলছে।

নিজে শিখুন এবং অন্যকে শেখান- আসলে আমরা মানি আর না মানি, ফেসবুক ও জানে যে-তাদের প্ল্যাটফর্মে অশিক্ষিত মানূষ থাকবেনা।অনলাইনে কোন অশিক্ষিত মানূষ কেনাকাটা করেনা।অশিক্ষিত মানে যেন নিজেকে আবার সার্টিফিকেটের দ্বারা বিচার করবেন না।

এদিকে আমরা আসলে নিজেরা তো পড়বোইনা,আর জানবোই না,সেই সাথে অন্য কাউকে জানাবোনা।
তার প্রমান চান?
আমার পোষ্টের রিচ থাকে ২০০০+ কিন্তু লাইক কমেন্ট করিনা,কারন আমরা চাইনা-আমি যে লাইক-কমেন্ট করবো আর সেটার জন্য অন্য কেউ সেই নোটিফিকেশন পেয়ে এখানে চলে এসে সত্য জেনে ফেলুক।তাছাড়া একটা জুজুর ভয় তো আছেই,ওরে বাবা-জুজুতে ধরলে রক্ষা নাই,ব্যাবসায় যক্ষা ধরে যাবে।

নোট- ইদানিং কিছু আইটির আলেম বের হয়েছে,যারা নিজেদেরকে আলেম-কারি সহ অনেক কিছুই ভাবে এবং বলতে শুরু করেছে- বুষ্ট করে কখনো বিজনেস বড় হয়না,এটা নাকি টাকা নষ্ট করার একটা মাধ্যম।
কেউ কেউ কয়েককাঠি এগিয়ে যেয়ে বলে- বিভিন্ন ফেসবুক গ্রুপে একটিভিটির দ্বারাই নাকি সেল হয়, বুষ্ট করে সেল হয়না আর বিজনেস ও বড় হয়না।

আজ অবধি, ২ জন যদি ফেসবুক গ্রুপের দ্বারা বড় হয়ে থাকে, বাকি ৯৮ জন বিজ্ঞাপন দিয়েই বড় হয়েছে।এতাই সঠিক, আরো ভিতরে গেলে দেখবেন- ঐ দুই জনের আবার বিভিন্ন গ্রুপের এডমিনদের তেল দিতে দিতে বুষ্টের চেয়েও বেশি টাকা খরচ হয়েছে।

প্রশ্ন- বাংলাদেশে ফেসবুক গ্রুপের ট্রেন্ড এলো ২০১৮ তে, ২০১৭ তে ই-কমার্সের বই লিখেছিলাম প্রথম টা, আর এর আগেও ফেসবুক পেজ দিয়ে বিজনেস হতো। যেমন- ICT CARE তো ২০১৫ থেকে এইভাবেই কাজ করছে, তখন তো গ্রুপ আসেনাই।তাহলে ফেসবুক গ্রুপ ছাড়া যদি ব্যাবসা বড় না করা যায়, এমন প্রতিষ্ঠানসহ বিশ্বের বড়বড় প্রতিষ্ঠান কিভাবে উঠেছে?

Nothing is free, in this world.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *