stream yard এর নাম শুনেছেন নিশ্চয়, আজ একটু জেনে আসি ভিতরের খবর (পর্ব-০২)

 
✅ কিভাবে ব্যাবহার করবো stream yard
stream yard এ জয়েন করতে গুগলে যেয়ে আপনি stream yard লিখে সার্চ দিন আর ক্লিক করুন stream yard এ,
অথবা streamyard ডট com এড্রেস বারে লিখে এন্টার চাপ দিন চলে যাবে তাদের ওয়েব সাইটে।
এর পরে দেখবেন Log in অথবা Get Started বাটনে ক্লিক করবেন আপনার ইমেল এড্রেস বসিয়ে লগ ইন করবেন।
stream yard আপনাকে ৬ টি platform এ ব্যাবহার করার সুযোগ দিবে।
✅ stream yard ব্যাবহার করা কি সেইফ হবে?
stream yard আপনার কোন প্রকার ব্যাক্তিগত তথ্য সংরক্ষন করে না তাই এটা আপনি চাইলেই ব্যাবহার করতে পারেন।
এটা ব্যাবহার করেল এরা আপনার কোন প্রকার ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য চাইবে না।
✅ কি কাজ এটা ব্যাবহার করবো?
আপনার ব্যাক্তিগত কাজে কিংবা ব্যাবসায়িক বা অফিশিয়াল কাজে ও ব্যাবহার করতে পারবেন।
যেমন ধরুন আপনার পেজের রিচ বৃদ্ধি করার জন্য আপনি এক ঘন্টার লাইভ করবেন পেজে কোন গেষ্ট কে নিয়ে।
চাইলেই আপনি এটা ব্যাবহার করে গেষ্ট সহ লাইভ করতে পারবেন মাসে ২০ ঘন্টা পর্যন্ত।
একই সাথে ৩/৪ জন অতিথি কে ও নিয়ে লাইভে আসতে পারবেন।
যা আপনার ফেসবুক পেজের রিচ বৃদ্ধি করতে সাহায্য করবে।
পরের পর্বে লিখবো কিভাবে আপনি ফেসবুকে এটা ব্যাবহার করবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *