The art of selling a product- 01

 

ই-কমার্স বিজনেস কিভাবে শুরু করবেন?
আপনার ক্রেতা কিভাবে বাড়াতে পারবেন?
কিভাবে বিজনেস বড় করবেন?

সকল প্রশ্নের একটাই উত্তর, আর সেটা হলো- ক্রেতার চাহিদা সম্পর্কে মুল্যায়ন করে, সেটার আলোকে আপনার বিজনেস কে সাজানো।
বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে ও বিজনেসে সময় দিয়ে, বিজনেসকে বড় করা সম্ভব এবং এটাই সর্বজন স্বীকৃত নিয়ম।

মার্কেটিং এর প্রধান কৌশল হলো-” টার্গেট কাস্টোমার নির্ধারন করা।”
আপনার টার্গেট কাস্টোমার নির্ধারন করুন সবার আগে।

টার্গেট কাস্টোমার সিলেকশন করার পরের কাজ হলো- আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা।আমি সব সময় বলে থাকি- ব্যাবসায়ে সফলতা অর্জন করতে গেলে, আপনাকে অবশ্যই একটি লক্ষ্যকে ধাওয়া করে এগিয়ে যেতে হবে।

আপনি যদি আপনার লক্ষ্যকে ফলো করে এগিয়ে যাবার জন্য- সময়, শ্রম ও অর্থ ব্যয় করেও, সঠিক ফলাফল না পান,তাহলে আপনার লক্ষ্য নির্ধারণে সমস্যা আছে।

আপনি একাই শুধু আপনার লক্ষ্য সম্পর্কে জানবেন এমন না, সবার আগে- আপনাকে তিন, পাঁচ কিংবা সাত বছরের জন্য ব্যবসায়ের একটা লক্ষ্য নির্ধারন করতে হবে এবং সেই লক্ষ্য সম্পর্কে আপনার কাজের সাথে সম্পর্কিত সবাইকে ঠিকভাবে গাইড করতে হবে।

লক্ষ্যটাকে স্থির রেখে, আপনার কাজ হলো- এই লক্ষ্যটাকে স্থির রেখে ক্যাটাগরি নির্ধারন করা। কোন ক্যাটাগরিতে এগিয়ে যাবেন, কোন পন্য বা সার্ভিস দিবেন এবং কিভাবে দিবেন সেটিও নির্ধারণ করতে হবে আপনাকে, এটার জন্য সময় ব্যয় করুন অবশ্যই এবং প্রয়োজনে এক্সপার্টের সাথে বসুন।

এইসকল কাজ করতে যেয়ে, আপনার মাথায় অনেক কিছুই আসবে কিন্তু মাথায় রাখুন- সব ধরনের কাজ করে, সবাইকে খুশি রাখার চেষ্টা করার কোন মানেই হয়না।কেননা- সবাইকে খুশি রাখা আপনার দ্বায়িত্ব না, বাকিদের ও দ্বায়িত্ব আছে।

সবচেয়ে বড় ব্যাপার হলো- “সবাইকে খুশি করতে যেয়ে মুলত- নিজের একটা নিদৃষ্ট দক্ষকতাকে ফুটিয়ে তোলা সম্ভব হয়না, তাই সবাইকে খুশি করার চিন্তা বাদ দিন।”

সবশেষে মনে রাখতে হবে যে, যুগের সাথে সাথে নিজেকেও এগিয়ে নিতে হবে।সবাই বলে- যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সফলতা আসবেনা, পিছিয়ে যাবেন।আমি এইকথাকে বলি- যুগটাকে নিজের মত করে বানিয়ে চলুন,তাহলেই দেখবেন সমস্যা নেই আর।

নিজের উদ্যোগের কিংবা ব্যাবসায়ের পন্য নিয়ে জ্ঞান অর্জন করুন, প্রযুক্তিগত দক্ষতা না আনতে পারলেও অন্তত সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে, প্রযুক্তির দিকে পিছিয়ে গেলে, আপনার উন্নতি সম্ভব না।

প্রযুক্তির এই পৃথিবীর একটাই রুলস- হয় এগিয়ে যাও, নইলে চিরতরে হারিয়ে যাও।

এমন অনেক বড় বড় কোম্পানিই এখন বিলীন হয়ে গিয়েছে এই জ্ঞানের অভাবেই,অথচ আমাদের তো শুধু লেখাপড়া আর রিসার্চেই আপত্তি আছে।

সেলিং আর্ট নিয়ে আমি অন্তত ১০-১৫ টা কন্টেন্ট জেনারেট করবো, আপনারা নোট করে পড়তে পারেন।

কি কি শিখলেন- নোট করে কমেন্ট করুন।

নিজ উদ্যোগে কে কে শিখতে চান জানাবেন, আমি কাজ ভাগ করে দিব ইনশাআল্লাহ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *