Think & Grow Rich: পর্ব ০৩

বিশ্বাস: চিন্তা যখন বাস্তবতা হয়ে ওঠে
আপনি যা বিশ্বাস করেন, সেটাই আপনি হয়ে উঠেন। চিন্তা যেমনই হোক না কেন, যদি তা বিশ্বাসে রূপ নেয়, তাহলে বাস্তবতা আসবেই।
Napoleon Hill বলেছিলেন,
“Believe it, and you can achieve it.”
📖 পৃথিবীতে এমন অনেক সফল মানুষ আছেন, যারা তাদের যাত্রার শুরুতে কিছুই ছিলেন না—না অর্থ, না পরিচিতি, না উচ্চশিক্ষা।
কিন্তু তারা একটি জিনিসে ছিলেন অসাধারণ—নিজের প্রতি অটল বিশ্বাস।
বিশ্বাস হলো সেই বীজ, যা থেকে জন্ম নেয় সফলতা।
এটা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়।
Darby যদি বিশ্বাস করতেন –
“সোনা আর নেই, আমি ব্যর্থ”,তাহলে আজ তার নাম কেউ জানত না।কিন্তু সে বিশ্বাস করেছিল নতুন করে শুরুতে –
আর সেই বিশ্বাসই তাকে বানিয়েছিল আমেরিকার অন্যতম সফল বীমা বিক্রেতা।
আমাদের চারপাশে অনেকেই আছে, যারা চেষ্টার আগেই হেরে যায় শুধু এই কারণে যে তারা নিজেকে বিশ্বাস করে না।
নিজেকে ছোট ভাবা, নিজের স্বপ্নকে অসম্ভব ভাবা – এগুলো বিশ্বাসহীনতার ফল।
আপনার চিন্তা যদি হয় “আমি পারব না”,
তবে সেটাই আপনার সত্যি হয়ে দাঁড়ায়।
কিন্তু যদি বলেন,
“আমি পারি। আমি করবো। ইনশাআল্লাহ আমি সফল হবো।”
তবে আল্লাহ পাকের সকল সৃষ্টিও আপনাকে সফল করার জন্য কাজ করতে শুরু করে দিবে।
✅ আজকের শিক্ষা:
👉 বিশ্বাস হলো সফলতার আত্মা।
👉 আপনি যদি নিজের স্বপ্নকে বিশ্বাস না করেন, কেউ করবে না।
👉 মনের ভিতরে ‘আমি পারব’ ভাবনা যত গভীর হবে, বাস্তবতার পথ ততটাই পরিষ্কার হবে।
🔁 আপনি নিজের কোন স্বপ্নে বিশ্বাস রাখছেন এখন?
📌 কমেন্ট করুন, inspire করুন অন্যদের।
🧡 শেয়ার করে রাখুন, হয়তো কাউকে নতুন করে সাহস দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *