সফলতার জন্য পরিকল্পনা থাকা চাই – ব্যর্থ পরিকল্পনাও কাজে আসে

“A weak plan executed is better than a perfect plan never started.”
— নেপোলিয়ন হিল

আপনার কোনো পরিকল্পনা আছে তো?
অনেকেই শুধু বড় বড় স্বপ্ন দেখেন,কিন্তু যখন প্রশ্ন করা হয়—
“ভাই, কিভাবে করবেন?”
— তখন চুপ।
সফলতা আসে যখন আপনি স্বপ্নের সঙ্গে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা যোগ করেন।আর পরিকল্পনা পারফেক্ট না হলেও চলে, শুরু করাটাই বড় কথা।

একটি বাস্তব গল্প:
Henry Ford যখন গাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন,তার কাছে সেরা প্ল্যান ছিল না।কিন্তু তিনি শুরু করেছিলেন।একটার পর একটা ভুল তিনি করছিলেন আর নিজেকে শোধরাচ্ছিলেন।
আর এভাবেই গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গাড়ি কোম্পানি।

পরিকল্পনা ছাড়া ইচ্ছা শুধু স্বপ্নই থেকে যায়।
Napoleon Hill বলেন:
“ব্যর্থ পরিকল্পনা মানে আপনি পরিকল্পনায় ভুল করতে পারেন,কিন্তু কাজ শুরু না করলে আপনি জীবনেই হেরে যান।”

আপনার জন্য ৩টি কাজের টিপস:

১. একটা ছোট, লিখিত পরিকল্পনা করুন (ব্যবসা, ক্যারিয়ার বা নিজের জন্য)।

২. ভয়কে উপেক্ষা করে কাজ শুরু করুন।

৩. ভুল হলে পরিকল্পনা বদলান, কিন্তু লক্ষ্য বদলাবেন না।

ICT Care Action Point – আজকের জন্য কাজ:

আপনার বর্তমান লক্ষ্য লিখুন এবং তার জন্য ছোট্ট একটি কাজের পরিকল্পনা বানান।ভালো না হলেও শুরু করুন।পথে শিখবেন, উন্নতি করবেন।

মনে রাখবেন:
পারফেক্ট পরিকল্পনার জন্য অপেক্ষা করলে, জীবনের সুযোগগুলো হারিয়ে যাবে।শুরু করুন, ঠিক করুন, এগিয়ে যান।