Think & Grow Rich – পর্ব ১৩

অধ্যবসায়: যখন বারবার দরজা বন্ধ হয়
💡 “Winners never quit, and quitters never win.”
— নেপোলিয়ন হিল
🎯 সফল হতে চাইলে দরজা বন্ধ হওয়াটা আপনাকে থামাতে পারবে না।
জীবনে এমন অনেক সময় আসবে,দেখবেন সব দরজা বন্ধ।
পরিবার বলবে ‘না’,বন্ধুরা পাশে থাকবে না,বাজার ভালো যাচ্ছে না,নিজের মনও বলবে, “থামো!”
কিন্তু ঠিক সেই জায়গাটাতেই অনেকের সফলতা ধরা দেয়,
যখন তারা অধ্যবসায় ধরে রাখে।
📖 একটি বাস্তব গল্প:
Walt Disney প্রথম যখন ডিজনিল্যান্ড বানানোর কথা ভাবলেন,৩০০ টিরও বেশি ব্যাংক তাকে লোন দিতে অস্বীকার করেছিল।কিন্তু তিনি থামেননি।
পরিশেষে, তিনি সফল হলেন,আর আজ পুরো দুনিয়া ঘুরে বেড়ায় তার স্বপ্নের ডিজনিল্যান্ডে।
🛠️ অধ্যবসায় মানে কি?
✅ বারবার ব্যর্থ হওয়া।
✅ বারবার চেষ্টা করা।
✅ হাল না ছেড়ে লেগে থাকা।
✅ নিজেকে প্রতিবার একটু একটু বদলানো।
💥 ICT Care Action Point – আজকের জন্য কাজ:
আজ চিন্তা করুন—
আপনি কী এমন একটা কাজ শুরু করেছিলেন, যেটা বন্ধ হয়ে গেছে বা আপনি ছেড়ে দিয়েছেন?
আজই সেটা আবার শুরু করার সাহস করুন।
📝 মনে রাখবেন:
সাফল্য খুব কাছেই থাকে,অনেক সময় দরজা খোলার এক ধাপ আগেই মানুষ হাল ছেড়ে দেয়।
আপনি যেন সেই ভুল না করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *