Think & Grow Rich – পর্ব ১৫

ডারবির দ্বিতীয় জীবন – ইনস্যুরেন্স বিক্রির পর্ব
💡 “Defeat is a temporary condition. Giving up is what makes it permanent.”
— নেপোলিয়ন হিল
🎯 একবার হেরে গেলেই কি শেষ?
না।জীবনে প্রথম ধাক্কায় হেরে যাওয়াটা স্বাভাবিক,
কিন্তু যারা হাল ছাড়ে না, তারা নতুনভাবে উঠে দাঁড়ায়।
ঠিক যেমন করেছিলেন R.U. Darby।
📖 R.U. Darby-এর দ্বিতীয় জীবন:
আপনি হয়তো মনে আছে,ডারবির সেই ‘তিন ফুট দূরে সোনা’র গল্প,যেখানে তিনি অল্প দূরে থাকতে থাকতে খনি খোঁড়ার কাজ ছেড়ে দিয়েছিলেন।
কিন্তু ডারবি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছিলেন।
তিনি বুঝেছিলেন,”আমি হেরে যাইনি, আমি শিখেছি।”
এরপর তিনি শুরু করেন ইনস্যুরেন্স বিক্রির কাজ।
এইবার তিনি জানতেন,প্রথম ‘না’ মানে শেষ নয়, বরং শুরু।
ফলাফল?
ডারবি হয়ে ওঠেন আমেরিকার অন্যতম সফল ইনস্যুরেন্স বিক্রেতা।কারণ, তিনি প্রত্যাখ্যান মানেই চেষ্টা বন্ধ করেননি।
একটার পর একটা ‘না’ শুনেও তিনি চেষ্টা চালিয়ে গেছেন।
🔥 আপনার জন্য শিক্ষা:
✅ প্রথম ধাক্কায় থামবেন না।
✅ ব্যর্থতা থেকে শিক্ষা নিন।
✅ নতুন শুরু করুন, সাহস নিয়ে।
💥 ICT Care Action Point – আজকের জন্য কাজ:
আজ এমন একটা জায়গা খুঁজুন,যেখানে আপনি একবার হেরে গেছেন, থেমে গেছেন। ভাবুন—সেখানে আবার নতুনভাবে শুরু করলে কী হতে পারে?
একবার চেষ্টা করে দেখুন।
📝 মনে রাখবেন:
“একটা ‘না’ মানে আপনাকে থামানো নয়,বরং আপনার সংকল্প কতটা শক্ত সেটা পরীক্ষা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *