Think & Grow Rich – পর্ব ১৮

💭 লজ্জা নয়, অধ্যবসায় করো
💡 “The road to success is dotted with many tempting parking spaces.”
— নেপোলিয়ন হিল
🎯 মানুষ কেন থেমে যায়?
অনেক সময় আপনি লক্ষ্য করবেন,
লোকজন চেষ্টা করতে গিয়ে থেমে যায় শুধু লজ্জার ভয়ে।
কে কি বলবে, কে হাসবে, যদি ব্যর্থ হই তখন সমাজ কী ভাববে —এই ভয়েই হাজারো মানুষ স্বপ্নের কাছাকাছি গিয়েও পিছিয়ে আসে।
📖 বাস্তব উদাহরণ দেখি:
Jack Ma যখন Alibaba শুরু করেন,প্রথম দিকে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত।বিশ্বের বড় বড় কোম্পানিও তার আইডিয়াকে মূল্য দেয়নি।কিন্তু তিনি লজ্জা পাননি,থামেননি।
অধ্যবসায় করে গেছেন।
আজ তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা।
আর যারা তার ওপর হেসেছিল, তারা এখন তার সাফল্যের গল্প শোনে।
🛠️ আপনার জন্য বাস্তব শিক্ষা:
✅ লজ্জা নয়, চেষ্টা করুন।
✅ কেউ হাসলে ভয় পাবেন না।
✅ ব্যর্থতাকে লজ্জা ভাববেন না।
✅ নিজের বিশ্বাস ধরে রাখুন।
💥 ICT Care Action Point – আজকের জন্য কাজ:
আজ নিজেকে জিজ্ঞাসা করুন—
“আমি কি লজ্জার কারণে কোথাও থেমে আছি?”
নিজেকে সাহস দিন।লজ্জা নয়, অধ্যবসায়ই সফলতার পথ।
📝 মনে রাখবেন:
“যারা সমাজের ভয় বা লজ্জার কাছে হার মানে,তারা কখনও নিজের স্বপ্ন ছুঁতে পারে না।আর যারা সাহস রাখে, তারাই ইতিহাস বদলায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *