Think & Grow Rich – পর্ব ২০

সফল হতে চাইলে, নিজেকে শেখাও কিভাবে হাল না ছাড়তে হয়
💡 “Winners are not those who never fail, but those who never quit.”
— নেপোলিয়ন হিল
🎯 সফলতা একটা খেলার মতো, যেখানে সবচেয়ে বেশি জিতে তারা— যারা শেষ পর্যন্ত টিকে থাকে।
বিপদ আসবেই, ব্যর্থতা আসবেই,
কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন— তাহলে সত্যিই সব শেষ।
আর আপনি যদি নিজের মনকে শেখান,
“কখনোই হাল ছাড়ব না,”
তাহলে একদিন জয় আপনার হবেই।
📖 বাস্তব গল্প – Thomas Edison:
Edison যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে চেয়েছিলেন,
প্রায় ১০০০ বার তিনি ব্যর্থ হয়েছিলেন।
কিন্তু তিনি হাল ছাড়েননি।
একবার বলেছিলেন—
“আমি ১০০০ বার ব্যর্থ হইনি, বরং ১০০০টি উপায় শিখেছি যা কাজ করে না।”
এই মনোভাবই তাকে ইতিহাসের অন্যতম সফল উদ্ভাবকে পরিণত করেছে।
🔥 আপনার জন্য শেখার বিষয়:
✅ সমস্যা আসবেই — ভয় পাবেন না।
✅ ব্যর্থতা আসবেই — থামবেন না।
✅ কষ্ট হবে — তবুও এগিয়ে যাবেন।
✅ নিজেকে বারবার মনে করিয়ে দিন — “আমি হাল ছাড়ব না।”
💥 ICT Care Action Point – আজকের জন্য কাজ:
নিজেকে জিজ্ঞাসা করুন—
“জীবনের কোন জায়গায় আমি হাল ছেড়ে দিতে চাইছি?”
সেই জায়গাটায় আবার নিজেকে তৈরি করুন।
নিজেকে প্রতিজ্ঞা করুন— “আমি ছাড়ব না।”
📝 মনে রাখুন:
“সাফল্যের গল্প তৈরি হয় তখনই, যখন আপনি হেরে গেলেও থামেন না।যারা হাল ছাড়ে না, তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *