
মাস্টারমাইন্ড: একা নয়, দলবদ্ধভাবে চিন্তা করো

“No mind is complete by itself. It needs contact and association with other minds to grow and expand.”

একাই সবকিছু সম্ভব নয়।
জ্ঞান, অভিজ্ঞতা, সমাধান সব কিছু আপনার ভেতরে থাকতে হবে— এই ধারণাটা ভুল।
সফল মানুষেরা জানে— সঠিক মানুষদের একসাথে নিলে সঠিক সিদ্ধান্ত, শক্তি ও সাফল্য আসে।
এই দলগত বুদ্ধির ব্যবস্থাকেই বলে: “মাস্টারমাইন্ড”।

বাস্তব গল্প – Ford & Firestone & Edison:
Henry Ford, Harvey Firestone, Thomas Edison—
তারা প্রতি সপ্তাহে একসাথে বসতেন, কথা বলতেন, চিন্তা করতেন।
তাদের চিন্তার সংঘর্ষ থেকেই নতুন নতুন আইডিয়া আসত।
এই মাস্টারমাইন্ড মিটিং-ই তাদের সাফল্যের অন্যতম গোপন চাবিকাঠি।

আপনিও মাস্টারমাইন্ড গড়ুন:

নিজের লক্ষ্য অনুযায়ী ২–৫ জন লোক বেছে নিন।

যাদের চিন্তা, অভিজ্ঞতা বা উৎসাহ আপনাকে এগিয়ে নিতে পারে।

নিয়মিত মিট করুন, আলোচনা করুন, পরামর্শ নিন।

এখানে হিংসা নয়, সহায়তা থাকতে হবে।

ICT Care Action Point – আজকের জন্য কাজ:
আজ একবার ভাবুন—
“আমার মাস্টারমাইন্ড দল কে হতে পারে?”
সফল, উৎসাহী, ইতিবাচক মানসিকতার ২-৩ জনকে আজ থেকেই যুক্ত করুন।

মনে রাখুন:
আপনি একা গেলে দ্রুত যেতে পারবেন,কিন্তু দল নিয়ে গেলে অনেক দূর যেতে পারবেন।
মাস্টারমাইন্ড গড়ুন, সাফল্য আনুন।