Think & Grow Rich – পর্ব ৩৬

নিজেকে বদলে দিতে পারলে,দুনিয়াও বদলে যায়
🧠 “You can’t change the world without changing yourself first.”
— নেপোলিয়ন হিল
🪞 পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়।
অনেকে ভাবে:
👉 “সবাই বদলাক”,
👉 “পরিবেশ ঠিক হলে আমি করব”,
👉 “পরিস্থিতি ভালো হলে আমি সফল হব।”
কিন্তু আসল সত্যি হলো—
🎯 আপনি বদলালেই পরিস্থিতি বদলায়।
🎯 আপনি বদলালেই সুযোগ তৈরি হয়।
📖 গল্প – মো; সৌভিকুর রহমান (ICT CARE)
একজন শিক্ষক ছিলেন, স্বপ্ন ছিল দেশের SME দের পাশে দাঁড়াবেন। চাইলেই পারতেন সেই চাকরিটাতেই থেকে যেতে।
কিন্তু তিনি নিজেকে বদলালেন—
👉 চিন্তার জায়গা,
👉 দক্ষতার জায়গা,
👉 উদ্যোগের জায়গা।
ফলাফল?
ICT CARE এখন দেশের উদ্যোক্তা বান্ধব আইটি ফার্মগুলোর প্রথম সারিতে।
🧭 আপনি কীভাবে নিজেকে বদলাতে পারেন?
1. 🧠 নিজের চিন্তাধারা পাল্টান
– সমস্যা নয়, সমাধান ভাবুন।
2. 📚 নতুন দক্ষতা শিখুন
– সময় নষ্ট নয়, স্কিল বিল্ড করুন।
3. 💪 আত্মবিশ্বাস বাড়ান
– আপনি পারবেন, কারণ আপনি চাইছেন।
🛠️ ICT Care Action Point – আজকের জন্য কাজ:
📌 আজ একটি আয়না সামনে নিয়ে দাঁড়ান।
নিজেকে জিজ্ঞেস করুন:
“আমি কি নিজেকে প্রতিদিন ১% করে ভালো করছি?”
👉 না হলে আজ থেকেই শুরু করুন।
✅ মনে রাখবেন:
“আপনার ভেতরের পরিবর্তনই বাইরের সাফল্যের রূপকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *