Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
Topic- Hidden Talent
এই গ্রুপে প্রতি শুক্রবারেই চলে টপিক পোষ্টের মাধ্যমে নিজের মনের মত করে লেখা।গতকাল অনেকেই লিখেছেন,কারা কারা লিখেছেন সেই তালিকা নিয়ে পোষ্ট করবেন Abida Khan Shompa আপু।তাই আমার মনে হলো,আমিও কিছু লিখি।
হিডেন বলতে লুকায়িত কিছু যা হয়তো সবাই জানেনা কিন্তু কেউ যে জানেনা এমন নয়, খুব ব্যাক্তিগত কেউ কিংবা বন্ধুরা জানে বলেই আমার ধারনা।যেমন আমার হিডেন ট্যালেন্ট বলতে আমার কাছে মনে হয়েছে-আমার প্রফেশনাল সম্পর্ক আপনাদের সাথে,আপনারা জানেন না এমন কিছু।অনেকেই বলেছেন হিডেন আবার বলবো কেন?
আমি আসলে এমন হিডেন কিছু শুনতে চাইনি,আমি চেয়েছি সেগুলি জানতে যা আপনার সাথে প্রফেশনাল সম্পর্কের বাইরে।
আমার এমন কোন ট্যালেন্ট হয়তো নেই,তবে আমি কিছু কাজ হয়তো পারি যা আপনারা অনেকেই জানেন না।
আমি প্রচন্ড রকমের উপন্যাস প্রিয় মানুষ, অনেক বই জীবনে পড়েছি। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন থেকে নিয়ে আমার প্রিয় লেখক হুমায়ন আহম্মেদের বই মিলিয়ে আমি প্রায় ২০০+ বই পড়েছি।
সেবা প্রকাশনীর থেকে বের হওয়া- মাসুদ রানা গোয়েন্দা ভলিউমের ২৫০+ বই আমার পড়া আমার, সংগ্রহে আছে এবং পড়া শেষ হয়নি এমন বই আছে আরও ২৫ টি।
ছোট বেলা থেকেই আমি ডিটেকটিভ টাইপের কিছু পছন্দ করি, বড় বড় কেস স্ট্যাডি আমিই করেছি আমাদের সার্কেলে।
যেমন- কবে কোথায় পিকনিক হবে এবং কিভাবে সবকিছু আসবে,
আমিই ঠিক করে দিই এখনো, কার গাছ থেকে কি ফল পাড়া হবে
এবং কিভাবে হবে, সকল নকশা আমিই বানাতাম। ওমুক কেন
ফেসে গেলো, ওমুকের বিপদ থেকে উদ্ধার কিভাবে হবে? এইগুলি
এখনো আমিই বের করি। বন্ধুরা ডিটেকটিভ ডাকে।
আমার ফ্রেন্ড সার্কেলের সবার প্রেম পত্র আমার হাতেই লেখা, অনেকের আইডি নিয়ে চ্যাট ও করে দিয়েছি বহুবার।এটা ফ্রেন্ড সার্কেল বলেই না, সিনিয়র,জুনিয়র ইভেন আমার চাচা-মামা (ক্লোজ) তাদের বেলাতেও এই দ্বায়িত্ব পড়তো, হাতের লেখা ভালো বলেই।
আমি নিয়িমিত কবিতা লিখতে পারি, এটা অনেকেই জানেন কিন্তু আমি ইন্টার কলেজ ডিবেটে (বাংলা ও ইংরেজী) দুই বিভাগেই টানা চারবার চ্যাম্পিয়ন ও সেরা বক্তা ছিলাম। ২০১১ এর পরে বাদ দিয়েছি।
আমি খুব ভালো একজন উপস্থাপক বলে আমার সুনাম আছে, কলেজের সব ফাংশনে আমি ছিলাম সবার অটো চয়েস।
আমি ভালো ক্রিকেটার বলে সবাই জানে, এবং খুলনা বিভাগের প্রায় সব মাঠেই আমি খেলেছি এটা অনেকেই জানেন,অনেকে এটাও জানে যে-আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার না হলে ক্রিকেটারই হতাম।কিন্তু দাবা, তাস ও ক্যারম বোর্ড ভালো খেলি বলে আমার সুনাম আছে,এগুলির অনেক টুর্নামেন্ট আমার জেতা আছে।
আমি কলেজ ক্যাম্পাসে অলরাউন্ডার নামে পরিচিত, কারন- আমি নাচের কোরিওগ্রাফ করে দিই, আমি গানের জন্য সিলেকশন করি, আমি স্ক্রিপ্ট লিখি, আমি নিজেই পরিচালনা করি।পরিচালক হিসাবেও আমার সুনাম আছে।
আমি একজন ভালো মানের ইভেন্ট ম্যানেজার, জন্মদিন থেকে বিয়ে, যেকোন প্রকার অনুষ্ঠানে আমাকে কেবল মানুষের সংখ্যা জানালেই আমি সেটার বিস্তারিত খরচ ও আয়োজন করে দিতে পারি।আমার বিভাগের সব কাজ করেছি গত ১০ বছরে।
একজন ভালো মানের বাইকার, আলহামদুলিলাহ। আমার বাইকের পিছনে বসে সবাই নিজেকে সেফ বলে ভাবে।এই সুনাম টাও মার গত ২ বছরে অর্জিত।
আমি রাশভারী হলেও আমি খারাপ লোক নই, এবং সৎ বলেই নিজেকে দাবী করি,এটাও আমার অর্জন বলেই ভাবি।
একজন ভালো ফটোগ্রাফার আমি
বন্ধু সার্কেলে আমি সবচেয়ে বেশি জোকার ও বটে, সবাইকে আমি আর Forhad Hossain হাসিয়ে মজিয়ে রাখি।
আমি ফ্রেন্ড সার্কেলে সব সময় ফুড মেনু চুজার, সবাই জানে-আমি অর্ডার করলে ফুড টেষ্ট ভালো হবে।
আমি মারাত্বক লেভেলের আড্ডাবাজ বটে, যেকোন আড্ডা আমি জমিয়ে দিতে সক্ষম আমাদের সার্কেলে।
আর যা আছে বলা যাবেনা মনেহয়।বাকিটা সবাই জানেন বলেই আমার ধারনা।