আমার বক্তব্যে আমি উল্লেখ করেছিলাম উই থেকে আমার প্রাপ্তি আর এখন জানাতে এলাম আমার আনন্দ ও আবেগ।
ছবিতে আমার হাতে থাকা জিনিস টির নাম দেয়াল পত্রিকা।টানা ৪ দিন এই জিনিস টা বানাতে পরিশ্রম করেছেন

Shirin Sultana

আপু যিনি কারুভূমির মালিক।

আর এই দেয়াল চিত্রে স্থান পেয়েছে পুরো যশোরের কালচার। এটির মোড়ক উন্মোচন করেছেন

নাসিমা আক্তার নিশা

আপু, লিমা কবির আপু (যশোরের ভাবী) ও আমাদের প্রিয়

Kabir Sakib

ভাইয়া।

দিনের শেষে আমার জন্য চরম আনন্দ ও সারপ্রাইজিং ব্যাপার ছিলো যখন এনাউন্সমেন্ট এলো যে এই উপহার টি আমার।
আমি অবাক ই হয়েছি আবার খুশি ও হয়েছি কারন এটিতে চোখ ছিলো অনুষ্ঠানে উপস্থিত সবার।
শিরিন আপুর বক্তব্য অমুযায়ী এই উপহার টি আমার কারন আমি ই নাকি যশোর কে প্রেজেন্ট করি।আর এটা আমার ই প্রাপ্য।
আমি ঋণী এবং একই সাথে কৃতজ্ঞ ও ভিষণ।
আর খুশি?
এই দেয়াল চিত্র স্থান পাবে আমার অফিসে যেন যে কেউ অফিসে আসলেই দেখতে পান সমগ্র যশোর কে।
আমি ছোট থেকেই চাইতাম যেন মানুষের হৃদয়ে স্থান পেতে পারি।
ডি এস বি আমায় সেই সুযোগ করে দিয়েছে আর সবার সামনে তা প্রকাশের সুযোগ দিলো উই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *