Welcome to my Facebook Profile

আমার ওয়ালে এসেছেন মানেই হলো,আপনি আমাকে ও আমার কাজকে নিয়ে জানতে চান।আপনাকে আমি একজন জ্ঞানপিপাসু হিসাবে ধরে নিচ্ছি।
একইসাথে আপনি নিজের জীবনের Development, Business Growth, lifeskill impact ও ক্যারিয়ারের ফলাফলে পরিবর্তন চান বলে ধারনা করছি।
আমি মো: সৌভিকুর রহমান,
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে একজন শিক্ষক হিসাবে ১২ বছর চাকুরী করার পরে পাশাপাশি আমি একজন আইটি প্রফেশনাল হিসাবে ১৩ বছর কাজ করছি বাংলাদেধের ইন্ডাস্ট্রিতে।
গত ২০২২ সালের নভেম্বর থেকে আমি চাকুরী ছেড়ে সম্পূর্ণভাবে ব্যবসায়ী হিসাবে কাজ করছি।আমি মুলত গত ৬ বছর ধরে একজন প্রফেশনাল বিজনেস কোচ ও কনসাল্টেন্ট হিসাবে কাজ করছি দেশ ও দেশের বাইরের বিভিন্ন SME ও কর্পোরেট উদ্যোক্তাদের সাথে।
গত ১৩+ বছর ধরে একাডেমিক ও প্রফেশনাল অভিজ্ঞতার আলোকে আমি কাজ করছি বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরামর্শ খাতে।
বর্তমানে আমি:
ICT CARE এর Founder & CEO ছাড়াও নিম্নোক্ত জায়গায় কাজ করছি-
– SME Foundation-এর ট্রেইনার।
– দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য মেন্টর ও ট্রেনার।
– নিজস্ব উদ্যোগে নিয়মিত বিজনেস ট্রেনিং সেশন পরিচালনাকারী।
– বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তা উন্নয়ন মুলক গ্রুপের ট্রেইনার ও কনসাল্টেন্ট।
আমার কাজের মূল ক্ষেত্রগুলি হলো-
✅ বিজনেস কনসালটিং ও মেন্টরশিপ।
✅ উদ্যোক্তাদের জন্য ব্যবসার স্ট্রাটেজি, মার্কেটিং প্ল্যান ও স্কেলআপ রোডম্যাপ তৈরি।
✅ মার্কেটিং ও ব্র্যান্ডিং সলিউশন – অনলাইন ও অফলাইনে ব্র্যান্ড গড়ে তোলা এবং টেকসই গ্রাহক তৈরি।
✅ ফিন্যান্স ও ম্যানেজমেন্ট গাইডলাইন – ব্যবসার টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োগযোগ্য দিকনির্দেশনা।
✅ ট্রেনিং ও ডেভেলপমেন্ট – SME উদ্যোক্তাদের জন্য কার্যকর ও প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম।
💢 আমার প্রতিষ্ঠান – ICT Care
আমার কোম্পানি একটি ৩৬০° One-Stop Solution Provider।আমরা উদ্যোক্তাদের ব্যবসাকে সহজ ও টেকসই করতে সহায়তা করি।
আমাদের সেবার মধ্যে রয়েছে—
✔️ ফেসবুক পেজ ক্রিয়েশন ও ডেকোরেশন ব্রান্ডিং।
🌐 ওয়েবসাইট, ই-কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট।
🎯 মার্কেটিং ও বিজ্ঞাপন কনসালটিং।
🎨 সকল প্রকার গ্রাফিক্যাল ব্রান্ডিং ডিজাইন সাপোর্ট।
📊 ব্যবসা স্কেলআপ ও গ্রোথ কনসালটিং।
📸 প্রোডাক্ট ফটোগ্রাফি, ইভেন্ট ফটোগ্রাফি, কন্টেন্ট মেকিং, সিনেমাটোগ্রাফি ও ক্রিয়েটিভ সাপোর্ট।
📱 মোবাইল অ্যাপস ও সফটওয়্যার সলিউশন।
🎯 আমার সঙ্গে যুক্ত হয়ে আপনি যা পাবেন-
✔️ বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তাত্বিক, প্র্যাকটিক্যাল গাইডলাইন।
✔️ SME উদ্যোক্তাদের জন্য প্রভেন বিজনেস স্ট্রাটেজি
✔️ ব্যবসার গ্রোথ, মুনাফা ও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য হ্যান্ডস-অন সাপোর্ট।
✔️ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি SME দের জন্য লেখা বাংলা কন্টেন্ট যার বিষয়বস্তু হিসাবে আছে ব্রান্ডিং,মার্কেটিং,বিজনেস গ্রোথ,লাইফস্কিল হ্যাকস, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও মেন্টাল ডেভেলপমেন্ট সহ প্রভৃতি বিষয়াবলি।
✔️ ৬ টি একাডেমিক বইসহ আমার লেখা উদ্যোক্তা বিষয়ক বই – “অনলাইন উদ্যোক্তার ১০০ দিন বইটি”।
📩 যোগাযোগের উপায়
✔️ কনসালটিং / ট্রেনিং / পার্টনারশিপ নিয়ে কথা বলতে পারেন:
📞 WhatsApp: 01859597273 (টেক্সট করলেই বিস্তারিত আপনাকে দিয়ে দিবে)
📧 Email: ictcaremarketing@gmail.com
🌐 ওয়েবসাইট: www.ictcare.com.bd
🌐 Blogsite – www.ictcreation.com
👥 কমিউনিটি/লিংক: ictcare community.
আমার সাথে ওয়ান টু ওয়ান সেশন করতে চাইলে আপনার খরচ হবে মাত্র – ১৫০০/- (My Office)
আপনার অফিস বা আউটডোর মাত্র – ৫,০০০/- TA/DA আলাদা যোগ হবে আপনার মধ্যে।
আমাকে ফলো করা মানে প্রতিদিন উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা ও মার্কেটিং নিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাওয়া এবং সেটা সম্পূর্ণ ফ্রীতেই।
চলুন একসাথে গড়ে তুলি আগামী দিনের শক্তিশালী ব্যবসায়িক বাংলাদেশ।
If you are good at something, don’t do that freely.
Time is money.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *