We Meetup Jashore 2021 এ উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় এবং আজকের অনুষ্ঠানের মধ্যমনি ও উই এর প্রেসিডেন্ট ও ই-ক্যাবের সাধারন সম্পাদক
নাসিমা আক্তার নিশা
আপু।
যদি ও এই সেগমেন্ট টি দিয়ে বোঝানো হয় সাকসেস স্টোরি শেয়ারিং কিন্তু আমি আসলে নিজেকে সাকসেসফুল ভাবি না বলেই হয়তো এই স্টোরিতে খুব বেশি বলার মত সঞ্চিত শব্দ আমার ভান্ডারে নেই।
তারপর ও আমি চেষ্টা করতে পারি।
২০০৯ সালে সর্বপ্রথম আমার Odesk দিয়ে আইটিতে কাজ করার হাতেখড়ি আর সেই বছর বৃটিশ কাউন্সিলের ইনোভেশন প্রোগ্রামে অংশ নিয়ে জেতার পরেই আগ্রহ জন্মায় উদ্যোক্তা বা নিজে কিছু করার।
লেখাপড়া শেষ হবার আগেই সরকারি চাকুরী হওয়াই পারিবারিক সম্মতিতে জয়েন করতে হয় চাকুরীতে।
কিন্তু মন পড়ে থাকে নিজে কিছু করবো এই চিন্তায়
সেই ধারাবাহিকতায় ২০১৪ এর শেষের দিকে নিজের বাসার একটা রুমেই শুরু করি ফ্রী ল্যান্সিং, যা করতে যেয়ে অনুভব করি একটা টিমের।
এবারে ২০১৫ তে শুরু করি একটা টিম তৈরির কাজ।
সেখান থেকেই আস্তে আস্তে নিজের একটা টিম বানিয়েছি যেখানে ফ্রি ল্যান্সার হিসাবে কর্মরত ২৫ জনের বেশি।
এবং আমার নিজের উদ্যোগ বলি বা স্বপ্ন কিংবা সন্তান সেই ICT CARE এ এখন ১২ জনের কর্মসংস্থান।
যদি ও গত জুন ২০২০ এর আগ পর্যন্ত আমি দেশীয় ক্লায়েন্টের কাজ করেছি খুব কম।
কিন্তু আমার ছাত্র ছাত্রীরা উই তে লেখার পরামর্শ দেবার পর থেকেই লেখার শুরু তবে বুঝে ওঠায় সাহায্য করেছে আমার বান্ধবী ফারহানা ও মাহামুদা লিপি।
জুনেই উই থেকে প্রথম কাজ করা এরপরে বুঝতে শুরু করি যে এই উদ্যোক্তা আপু ও ভাইয়া গুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে আইটির সেক্টরে, ঠকছে ও প্রচুর।
তাই নিজে কাজ করার সিধান্ত গ্রহন করি।
কিন্তু এতে অনেকেই বলেছে যে ফাইবার বা আপওয়ার্ক বাদ রেখে কেন আমি এই ফেসবুক গ্রুপ কে বিশ্বাস করে কাজ করবো?
কারন এখানে মানি সিকিউরিটি নাই ঐ প্ল্যাটফর্ম গুলির মত।
কিন্তু না উই এবং ডি এস বি থেকে গত ৯ মাসে ১৯ লক্ষ টাকার আর্নিং আমার সেই শুভাকাঙ্ক্ষী দের ভালোভাবেই বুঝিয়েছে যে এটা সেই বিশ্বাস যোগ্য প্ল্যাটফর্ম।
আমার স্বপ্ন ই ছিলো যেন আমায় মানুষ চেনে এবং মনে ও রাখে আমার কর্মের দ্বারা।
আজ আমার বাংলা ব্লগে পাঠক সংখ্যা ১০০০০+
আমার কাষ্টমার সংখ্যা ৫০০+
রেফারেন্স ও রিপিট কাষ্টমার সব মাসেই ৩০+ থাকেই
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
এই ফাঁকে সকলেই চেয়েছিলেন আমার নির্দেশনা মুলক লেখা গুলি একটু গুছিয়ে হলে ভালো হতো সেই চিন্তা থেকেই আসছে বই মেলায় আমার লেখা
অনলাইন উদ্যোক্তার ১০০ দিন নামক বই টি বাজারে আসছে।
যদি ও আমি আগে আইটি নিয়ে একাডেমিক বই লিখেছি কিন্তু এমন উন্মুক্ত রাইটার হিসাবে আমার প্রথম বই টির প্রকাশনী ও সনামধন্য জ্ঞানকোষ এর মত প্রতিষ্ঠান।
যার প্রথম মুদ্রন ১০০০ কপি কিন্তু ইতিমধ্যেই ৭০০ পিসের বেশি আছে প্রি অর্ডার।।
সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ বটেই।
আর সকল কৃতজ্ঞতা উই এর নিকট কারন আমি তো ডি এস বি সহ অন্য গ্রুপ গুলিকে পেয়েছি এখান থেকেই
রাজীব স্যার কে ফলো করি সেই ২০১৭ থেকে।
স্যার এর আর্টিকেল পড়তে যেয়েই তৈরি হয় স্যার এর ফুট স্টেপ ফলো করার আগ্রহ।
সবশেষে আবারো উই এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি
হয়ে গেলো মিট আপ,আলহামদুলিল্লাহ।