You are what you belive, Have faith on yourself .

 
গল্পটা আপনাকে বদলে দেবার মতই, IPL এর প্রথম সিজনে শাহরুখ খান কে সবাই যখন জিজ্ঞাসা করেছিলো,তুমি কিভাবে আজকের এই অবস্থানে এলে?
শাহরুখ খান টিমের সবাইকে নিয়ে আড্ডায় বলেছিলেন- আমি খুব সাধারন একটা ছেলে যে কিনা দিল্লি থেকে এসেছিলাম।
আমার কাছে ছিলোনা সালমান খানের মত ফিটনেস কিংবা আমির খান কিংবা সাইফ আলি খানের মত টাইটেল কিংবা কোন কাপুর পরিবারের ট্যাগ।এইগুলি ছাড়া বলিউডে নাম করা কঠিন ছিলো এমন নয় বরং দুঃসাধ্যের মত ব্যাপার ছিলো।
তবে আমার মাঝে যেটা ছিলো সেটা হলো- আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এটা বলতাম নিজেকে যে,আমার যা আছে আমি তার জন্য কৃতজ্ঞ এবং আমি আমার যাকিছু আছে তার মধ্যে সেরা হতে চাই, আর সেটা আমি পারবো।
আমি প্রতিদিন আমার এই বাড়িটার (যেটাতে শাহরুখ থাকে) সামনে এসে, বাড়ির দিকে পিছন দিয়ে বসতাম আর ভাবতাম একদিন আমি এই বাড়িটার মালিক হবো।
আমার সেই আশাগুলি আমি পুরন করতে পেরেছি শুধুমাত্র আমার এই কথাটা বিশ্বাস করার ফলে যে- আমি সেরা হতে পারি,সফলতা আমায় ছুঁতে পারে।
তাই প্রতিনিয়ত বিশ্বাস করতে হবে তুমি কি,তোমার দ্বারা কি হওয়া সম্ভব।
তোমায় হয়তো তোমার ব্যাচমেটদের কেউ বলতে পারে তোমায় দিয়ে হবেনা,কিংবা তোমার শিক্ষক হয়তো বলতে পারে তোমায় দিয়ে হবেনা,তোমায় বাবা-মা ভাই-বোন যে কেউ বলতে পারে তোমায় দিয়ে হবেনা।
পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো- অন্যের বলা কথা বিশ্বাস করে নিজের চেষ্টাকে থামিয়ে দেয়া।যদি তুমি এই কাজটি করো তাহলে ঐখানেই তোমার স্বপ্ন পুরনের সমাধি হয়ে যাবে।
তোমায় সর্বদা বিশ্বাস করতে হবে তুমি পারবে,তোমার দ্বারা সম্ভব।কারন-
” You are what you belive”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *