Your strength is your weakness

Your strength is your weakness
আমার হেডিং দেখে আবার পাগল ভাবছেন নাকি?ভাবতেই পারেন।কারন যেখানে সবাই Strength বলতে শক্তির জায়গাকেই বোঝে কিংবা ভরসার জায়গা,আমি কিনা বলছি ঐ জায়গায় হলো আপনার দুর্বলতার জায়গা।
এই লোক দিনে দিনে পাগল হয়ে যাচ্ছে,আর এজন্যই এখন এনার কন্টেন্টে আর হাজার হাজার রিয়াক্ট হয়না।
আসেন একটু আলোচনা করে বোঝাতে চেষ্টা করি-
বর্তমানে ক্রিকেট খেলছে এমন প্লেয়ার বাদেও যদি ধরি তাহলেও হয়তো বিরাট কোহেলির মত সুন্দর ও সাবলীল কাভার ড্রাইভ খেলা প্লেয়ারের সংখ্যাটা খুব কমই হবে,আবার সেই বিরাট কোহেলিই সবচেয়ে বেশি আউট হয়েছে এই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে কাভার ড্রাইভ খেলতে যেয়েই।
কি বুঝলেন?
যেখানে আপনার শক্তির জায়গা সেই জায়গাটাই তো আপনার অনেক কনফিডেন্স কাজ করে তাইনা?এইটা তো সত্যি কথা যে কনফিডেন্স বেশি কাজ করবেই।আর এই কনফিডেন্স থাকার কারনেই ভুল হওয়াটা সহজ ব্যাপার হয়ে যায় মানে সম্ভাবনা বেড়ে যায়।
ধরুন- আমায় কেউ একটা লগো বানাতে দিলো অথচ আমি ভালোমত না শুনেই কাজ করতে উদ্যত হলাম,কারন হলো- আমার তো শক্তির জায়গা ঐখানে,আর লগো বানিয়েছিও জীবনে ২০০০ এর মত মিনিমাম।তাই চিন্তা করলাম যে,এ আর এমন কি।
এমন ভাবাই দেখা গেলো আমার জন্য কাল হয়ে গেলো,আর যাওয়াটাই তো স্বাভাবিক।তাই আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে-শক্তির জায়গায় কেন দুর্বলতা না তৈরি হয়,এতে কিন্তু কাষ্টমার স্যাটিসফাই না হলে সব দিক থেকেই লস নেমে আসে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *