আপনারা যারা ফুড আইটেম নিয়ে কাজ করেন,তারা সকলেই কমবেশি ফটোগ্রাফির সমস্যা নিয়ে ভুগছেন।DSLR ক্যামেরা থাকতে হবে এইটা বাধ্যতামূলক নয়,শুধুমাত্র বেসিক কিছু কনসেপ্ট থাকলেই এই ফটোগ্রাফি সুন্দর করা সম্বব।
যে সকল ব্যাপার মাথায় রাখবেন-
টাইমিং ও লাইট – কোন খাবারের ছবি কখন এবং কতটুকু লাইটে তোলা উচিত সেই সেন্স থাকতে হবে।
ফোকাস- ফুডে ফোকাস রেখে বাকি সব আলাদা করতে হয় ম্যাক্সিমাম টাইমে,তবে এইটাও মাথায় রাখা উচিত ফোকাস করবো কোন প্রোডাক্টে।
ফ্রেমিং – ছবির ফ্রেমিং ঠিক করতে হবে,যেন মুল আইটেম বোঝা যায়।
প্রেজেন্টেশন – খাবার যে পাত্রে প্রেজেন্টেশন করছেন সেগুলি কোয়ালিটিফুল হতে হবে।সেগুলি সুন্দর না হলে সৌন্দর্য হারাবে আপনার ফটোগ্রাফি।
ব্যাকগ্রাউন্ড- ছবি যদি ব্রান্ডিং এ দিতে চান,তাহলে অবশ্যই নিট এন্ড ক্লিন ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে।এক্ষেত্রে, সাদা,কালো,নীল ও সবুজ সলিড ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট।
খাবার নিয়ে যারা কাজ করে এবং আপনার পরিচিত হলে মেনশন করুন।