আপনার ফেসবুক পেজের অডিয়েন্স কি চাই? কিভাবে বুঝবেন পেজের ডাটা এনালিটিক্স।

ফেসবুক পেজ আছে এখন অনেকেরই কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ কি করতে পারি আমরা? আজ একটু শিখে নিই আসুন-
ফেসবুকের অ্যানালিটিক্স টুল থেকে আপনার পেইজ ও বিজ্ঞাপনের অডিয়েন্স সম্পর্কে বহু ডেটা পাওয়া যায়। এ ডেটা থেকে আপনি জানতে পারবেন:
✅ আপনার ব্র্যান্ডের পোস্ট কারা পছন্দ করছে
✅ কোন দিনের কোন সময়ে আপনার ব্র্যান্ডের পোস্ট ইউজারদের চোখে পড়ছে
✅ আপনার ব্র্যান্ডের ফলোয়াররা কোন দেশ ও জায়গায় থাকেন
✅ আপনার ব্র্যান্ডের ফলোয়ারদের বয়সের সীমা
✅ আপনার ব্র্যান্ডের ফলোয়াররা সাধারণত কোন বিষয়গুলো নিয়ে আগ্রহী
✅ আপনার ব্র্যান্ডের অডিয়েন্স সম্পর্কে ভালোভাবে জানা থাকলে ফেসবুক মার্কেটিং থেকে ভালো ফলাফল আনতে সক্ষম হবেন আপনি।
এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার। ‘Ads Manager’ টুল থেকে বিজ্ঞাপন পারফরম্যান্সের ডেটা পাওয়া গেলেও পেইজ পারফরম্যান্সের টুল ইনসাইটস (Insights) ৩০ জুন, ২০২১ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। এর পরিবর্তে আসছে ‘Facebook Business Suit’,(এখনো অনেকেই ব্যাবহার করছেন) যার মাধ্যমে ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এক জায়গা থেকে চালাতে পারবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *