Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
পৃথিবীতে বর্তমানে কি বিক্রি হয় বেশি জানেন?
পন্য?
সেবা?
নাহ এর কোনটাই না।বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হয় সততা ও বিশ্বাস।আর এই দুইটা জিনিসের দাম কেউ কখনোই কোন কিছুর বিনিময়ে মিটিয়ে দিতে পারেনা।খুব বিক্রিত এই দুইটি জিনিসের আবার অনেক ঘাটতিও আছে।ঘাটতি আছে বলেই সেটার চাহিদাও আকাশ সমান কিংবা কখনো কখনো সেটার চেয়ে অনেক বেশি।
আপনাকে যদি মানুষ বিশ্বাস করে,আপনার মধ্যে যদি সততা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য- পন্য হোক কিংবা সেবা হোক,সেটা বিক্রি করা কোন ব্যাপার না।
আমার বিজনেসের যত ক্লায়েন্ট, সবাই আলহামদুলিলাহ আমার এই বিশ্বাসের আর সততার ক্লায়েন্ট।সবাই আমাকে সেভাবেই চিনে এসেছেন।আমার কিন্তু আলাদা কোন মার্কেটিং ক্লায়েন্ট নেই। সবই রেফারেন্স ক্লায়েন্ট।আর রেফারেন্স ক্লায়েন্ট মানেই হচ্ছে, আপনার বিজনেসের বড় বড় এসেট।
যখন কাজ শুরু করেছিলাম তখন ২০০৯ সাল।সেই থেকেই রয়েছি এই সেক্টরটাকে ভালোবেসেই।আমার পড়ালেখাও এই বিষয়ে বলেই এটা নিয়ে মাথাব্যাথা আমার এত ছিলোই।
জাতি হিসাবে আমরা বেশ হুজুগে মা*তাল। যেখানেই কোন সম্ভাবনা দেখি সেখানেই সবাই দৌড় দিতে ভালোবাসি।আর এই কারনেই এখন বাংলাদেশে কাস্টোমারের চেয়ে সেলার বেশি।
যেহেতু সেলার অনেক বেশি তাই এর মধ্য থেকে সঠিক মানুষকে খুঁজে পাওয়াটাও অনেক কঠিন কাজ। এখানে কাজ করতে হলে পার্সোনাল ব্রান্ডিং খুব গুরুত্বপূর্ন হয়ে দাঁড়ায়।
আর যা গুরুত্বপূর্ন সেটা নিয়ে তো বলেই দিলাম শুরুতে। এখন প্রশ্ন হলো- আপনার মধ্যে এইগুলি নামেই আছে? নাকি বাস্তবেও আছে?