আপনি উন্নতি করতে চাইছেন,লাইফে কিছু করতে চাইছেন, এদিকে আপনি নিয়ম করে ৮ ঘন্টা ঘুম আর ৯ টার খাওয়া ১০ টাই হলে মানতে পারছেন না,তাহলে আর আপনার নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে হবেনা।
পৃথিবীতে যারাই আজকে বড় হয়েছে,তাদের সকলেরই শুরুটা কঠিন ছিলো,নিয়ম করে খাওয়া আর ঘুম বলে কিছু ছিলোনা।
Life is all about, give & take policy.
আপনি কিছু পেতে চাইছেন মানেই আপনাকে কিছু ত্যাগ করতে হবে।আপনি ত্যাগ করার মানসিকতা রাখেন না,সমস্যা এলেই চুপসে যান,আপনার জন্য তাহলে কাজ নয়।আপনার উচিত,অন্য কারো উপরে ডিপেন্ড হয়ে তার মত করে থাকা।
৮ ঘন্টা ঘুম আর তিন বেলায় আয়েশ করে খেতে হবে,এটা কোথায় পেলেন?
২৪ ঘন্টার দিন-রাতে যদি আপনার ঘুম,খাওয়া,আয়েশ করাতেই ১২ ঘন্টা কাটান তাহলে আর আপনার উন্নতি কিভাবে হবে?