আপনি যখন,অন্য কারো কথা নিয়ে ভাবতে থাকবেন,তখন আপনার অনেকগুলি ক্ষতি হতে পারে-
কাজের রিদম টা নস্ট হতে পারে।
যেভাবে শুরুটা করতে চেয়েছিলেন সেটা নস্ট হতে পারে।
কাজের পরিবেশ টা নস্ট হতে পারে
আপনার মানসিক শক্তিটা নস্ট হতে পারে
তথাকথিত ডিপ্রেশন আসতে পারে
একাকিত্ব এসে ধরা দিতে পারে
আপনার সকল প্ল্যান নস্ট হতে পারে
এমন অনেক ক্ষতিই সাধিত হতে পারে, শুধুমাত্র অন্যের কথাকে প্রাধান্য দিলে।এইজন্য সহজ একটা সমাধান আছে।
অনেকেই বলে- অন্যের কথায় কান দিও না,সমাধান সেখানেই।আসলে এটা একটা মিথ্যা উপদেশ।কারন,যিনি এটা লিখেছেন,তিনিও অন্যের কথাতেই কান দেন,আর কান দেন বলেই পেইন টা জানেন।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে,কেউ আপনাকে নিয়ে কিছু বললে- সেটা আপনার শোনা উচিত,কানে তোলা উচিত।
এরপরে যদি সেটা সত্য হয়,তাহলে সেটাকে মেনে নিয়ে সেইভাবে আগানো উচিত।
আর যদি মিথ্যা হয়?
কোন প্রকার Explanation দিতে যাবেন না,বোঝানোর তো প্রশ্নই নাই বরং আপনি বিষয়টা এড়িয়ে যান,কারন সত্যটা আসবে সামনে।শুধু সময়ের অপেক্ষা।
মিথ্যাকে কি সত্য বানাতে চাইবোনা?
নাহ
কারন, যারা একটা মিথ্যাকে সত্য মনে করে আপনাকে জিজ্ঞাসা করতে পারে,তাদেরকে ব্যাখা দেবার কিছু নেই আসলে।ব্যাখা না দিয়ে,তার কথাতে যত কস্টই পান না কেন,আপনি তাকে বুঝতে দিয়েন না।
আপনি শুধু সেটাই করুন,যেটা আপনার করা উচিত।এটা মোটিভেশনের গল্প না,এটা শুধু নিজের ফোকাস কে ঠিক রাখতে করনীয় কিছু টিপস হতে পারে।
আমার সম্পর্কে আমি কিছু শুনলে সেটার আর ব্যাখাতে যাইনা।আমি আমার করা কাজের পিছনে,আমার বিবেক কে যে যুক্তি দিয়েছি সেটা খুঁজি,সেটার যথার্থতা বোঝার চেস্টা করি।