আমরা পিছিয়ে যাবার একটা বড় কারন হলো- আমরা মুলত ধরতে পারিনা আমাদের সমস্যাটা কোথায়।
সফলতা আর আমাদের মাঝে মুলর দুইটা শব্দের মেলবন্ধনের ঘাটতি আছে।আপনি কি জানেন সেগুলি কি?
১. শুরু করা
২. ধৈর্য্য ধরে লেগে থাকা
যারা শুরু করে এবং ধৈর্য্য ধরে লেগে থাকে,তারাই দিনশেষে সফলতার দেখা পাই আর যারা শুধুমাত্র চিন্তা করে- ওমুকের তো এই হয়ে গেলো,আমার আসলে শুরু করা দরকার।এই চিন্তা থেকে মানুষ কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়ে যায়।
এই শ্রেণী শুধু শুরু করার প্ল্যান করে,কিন্তু শুরুটাই করেনা।
এই শ্রেণী শুরু করে কিন্তু অন্যের সাথে কম্পেয়ার করে নিজেকে ছোট করে ফেলে এবং ডিপ্রেশনে চলে যায়।
এই শ্রেণী শুরু করার পরে কিছুদিন ধৈর্য্য নিয়ে লেগে থাকে,কিন্ত্য একটু খারাপ অবস্থা এলেই হাল ছেড়ে দেয়।
একটা শ্রেণী আবার শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে,আর তারাই মুলত সফল হয়।
নিজেকে অন্যের সাথে তুলনা করাটা নিতান্তই বোকামী।আপনি আপনারই মত থাকুন,দেখবেন আপনিই জৈয়ী।