আমাদের জীবন আর নিদারুন কিছু সত্য

✅ বৃষ্টি থেমে গেলেই,খুব প্রয়োজনের ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
✅ কালি ফুরিয়ে গেলে এত কিছু লেখার আর বুকে থাকা কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।
✅ বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া এত ভালোবাসার ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় ।
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর ।
আমি, আপনি কেউ ই এই নীতির বাইরে নই।
✅ আরো মজার ব্যাপার হলো- এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি।
✅ আজ সকালেই যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সেই একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা।
✅ হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দিচ্ছেন ।
সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর । আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ।ভিখারিকে ২টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে । বিনাস্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না ৷
এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি। রাগটাকে কমাই। অহংকারকে ডুবাই । যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।
আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান । কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে ।
আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন । কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে ।
ব্যাবহার আর ভাষা টাই মুল বিষয় দিনের শেষে।এটাই একটু গুরুত্ব দিই

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *