আমাদের প্রতিষ্ঠানকে দিয়ে যারা কাজ করান নিয়মিত

আমাদের প্রতিষ্ঠানকে দিয়ে যারা কাজ করান নিয়মিত,তাদের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি সর্বদা।
কিছু ব্যাপার একটু নোট রাখবেন-
১. কাজ করতে আসলে ধৈর্য্য রাখবেন।
২. ইমার্জেন্সি কোন কাজ আমরা করিনা।
৩. কোন VIP Clients বলে আমার বিজনেস রুলসে কিছু নেই,আমার কাছে আমার সকল ক্লায়েন্ট সম্মানিত এবং স্পেশাল।
৪. আমরা সময় নিয়ে কাজ করি,এবং নিজ দ্বায়িত্ব নিয়েই কাজ বুঝিয়ে দিই।
৫. নিজ দ্বায়িত্বে কাজ বুঝে নিবেন।আমাদের নিকট থেকে কাজ বুঝে নেবার দ্বায়িত্ব আপনাদের।
৬. এডভান্স পেমেন্ট ছাড়া আমরা কোন কাজের অর্ডার নিই না,কাজ না পেলে পেমেন্ট রিফান্ড করা হয়।
৭. খুব ভালো করে আমার সম্পর্কে জেনে বুঝে কাজ দিবেন। কাজের পরে বারবার আপনাকে বোঝানো কঠিন ব্যাপার।
৮. কাজের শুরুতেই আপনাকে সকল রুলস ও বিস্তারিত দিয়ে দেওয়া হয়,তাই আগেই সেগুলি পড়ে নিবেনে এবং ভিডিও দেখে নিবেন।
৯. আপনি সম্পর্কে যে ই হোন না কেন- রক্তের সম্পর্কের,বন্ধু,০৭/০৯ কোড,যেই হোন না কেন সম্পর্কের খাতির দিয়ে কাজ করিনা।কাজের বেলাতে আমরা সম্পর্ক চিনিনা।
১০. আমার কাছে কোন রকেট সায়েন্স নেই,তাই রাতারাতি আমি কোন ভালো ফলাফল দিতে পারিনা।আমার রব দয়া করে যা দেন- আমি সেটাই এপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ।
১১. আমি ওমুক গ্রুপের মিলিওনিয়ার সেলার (

অভিনন্দন

) ,ওমুক আপনার আইডি দিয়েছে, ওমুকের মত করে আমার কাজ করবেন।

দুঃখিত- এসব সেলার পরিচিয় আমার কাছে আলাদা কিছু বহন করেনা।
ওমুকের মত চাইলে ওমুকের মত ধৈর্য্য,পেমেন্ট এসব করার মানসিকতা থাকা উচিত।
১২. ব্যাক্তি সৌভিক আর ICT CARE এর CEO সৌভিক আলাদা,তাই এটাকে এক করলে আপনারই সমস্যা।
১৩. কোন প্রকার বাকি কাজ আমরা করিনা,১০ মিনিট পরে দিচ্ছি, বিকালে দিচ্ছি, সকালে দিচ্ছি, বিকাশে লিমিট নাই,এইসব আমরা শুনিও না জেনেও কাজ করিনা।
১৪. কারো সাথে কম্পেয়ার করে কাজ করিনা।
১৫. ওমুকের আইডিটা,ওমুকের পেজটা, একটু হ্যাক করে দেন।একটা রিপোর্ট করে দেন- এইসব কাজ করিনা।হ্যাকিং শিখেছি মানুষের সম্মান বাঁচাতে কিন্তু কারো ক্ষতির জন্য না।
ধন্যবাদ সবাইকে🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *