আমার কন্টেন্ট রিচ হয়না যে কারনে (আমাদের ভুল ধারণা)

আপনি বিভিন্ন গ্রুপে নিয়মিত আছেন (আপনার মতে)। কিন্তু আপনার পোষ্টগুলি রিচ হচ্ছেনা, কেন রিচ হয়না সেটার কারনগুলি কি হতে পারে বলে মনে করেন?
  • একটিভ থাকা বলতে আপনি শুধু বুঝছেন, নিয়মিত পোষ্ট করে যাওয়া (ভুল)
সঠিক হলো
  • আপনি নিয়মিত পোষ্ট করবেন কিন্তু যদি আপনার একটা স্ট্রং কমিউনিটি না থাকে ঐখানে তাহলে তারা আপনার লেখাকে পড়বেনা।
স্ট্রং কমিউনিটি কিভাবে তৈরি করবেন?
  • অন্য কারো পোষ্ট আপনাকে মন দিয়ে পড়তে হবে, এবং সেখানে গঠনমুলক কিছু লিখবেন।মনে রাখবেন সবচেয়ে সহজ কাজ হলো- আলহামদুলিলাহ, মাশ আল্লাহ, অভিনন্দন, শুভেচ্ছা, শুভ কামনা, কুব সুন্দর এইসব লেখা।
৯৫% বা তারও বেশি উদ্যোক্তা নিজেদের উপস্থিতি ও একটিভিটি জাহির করে পোষ্ট না পড়ে, পোষ্টে দেয়া ছবি দেখে ও হেডলাইন দেখে।
  • ইউনিক কন্টেন্ট জেনারেট করতে শিখতে হবে,গদবাধা কন্টেন্ট বাদ দিন।ঐ এক সফলতা, পরিশ্রম, সততা, ধৈর্য্য আর উদ্যোতার গুনাবলি কত লিখবেন? কত আর মানূষ পড়বে?
  • ইউনিক কন্টেন্ট জেনারেট করতে গেলে লেখাপড়া করার বিকল্প নেই।বই পড়ুন, ব্লগ পড়ুন, আর্টিকেল পড়ুন।
  • আমার হাতে এখন সময় আছে, আমি এখন দুইটা পোষ্ট কর যাই,নাহলে একটিভ থাকা হবেনা (এটা হলো মস্ত বড় ভুল)।
সঠিক কি হবে?
  • আপনি যখন আপনার লেখাটি পোষ্ট করছেন,তারপরে সেটি এপ্রুভ হবার পরে সেখানে যারা কমেন্ট করছেন,তাদের সাথে গঠনমুলক কথোপথন চালাতে হবে।তাহলেই এলগরিদম অনেক সময় ধরে কন্টেন্ট কে রিচ করবে।অথচ, আপনি যদি পোষ্ট করে অফলাইনে বা ব্যাক্তিগত কাজে চলে যান,তাহলে কিভাবে রিচ আসবে?
রিচ হবার জন্য দুইটা জিনিস খুব জরুরী-
  • এক- ইনফরমেটিভ কন্টেন্ট তবে স্ট্যাট বেইজ যেন না হয় শুধু।
  • দুই- আপনার একটিভ গ্রুপে বা এরিয়াতে আপনার স্ট্রং বন্ডিং ও
    কমিউনিটি থাকা।
ম্যাক্সিমাম উদ্যোক্তাই কপি পোষ্ট করেন এবং একই টপিকে কন্টেন্ট লিখেন এইটা আসলে মারাত্বক ভুল নিজের কাজের উন্নতির পিছনে।
  • একটি কন্টেন্ট লেখার জন্য প্ল্যানিং করুন, পড়ুন, সময় নিয়ে ভাবুন, আগে একটা রাফ তৈরি করুন, তারপরে সেটিকে জীবনভিত্তিকভাবে রুপায়ন করুন।এরপরে সেটিকে পাবলিক করুন।
যেমন- আমি গতকালের তিনটা কন্টেন্ট লেখার জন্য আরো ১৫ দিন আগে থেকে লেখাপড়া করেছি,আমার প্ল্যান ছিলোই ফেসবুকের সমস্যার সময়ে এইগুলি নিয়ে আমাকে লিখতে হবে,তাহলে মানূষ উপকার পাবে।
  • কন্টেন্ট লিখুন মানূষের উপকারে লাগবে এমন, জ্বোর করে বাধ্য করবেন কেন পড়ার জন্য?লোক দেখানো কমেন্ট ও করার দরকার নেই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *