ই-কমার্সের সুবিধা সমুহ

সেশন- ১.৬
ই-কমার্সের সুবিধা সমুহ
  • ই কমার্স বিজনেসের বড় সুবিধা হলো আমরা ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে কাঙ্ক্ষিত পন্য বা সেবা পেতে পারি।
  • দ্রুত পণ্য ক্রয় বিক্রয় পদ্ধতি, সহজে পণ্য পাওয়া যায় এবং পণ্যের গুণগত মান উন্নয়ন করা যায়।
  • বিভিন্ন সময়ে লাভজনক অফার পাওয়া যায়, যার ফলে বিভিন্ন জিনিস অনেক কম দামে কিনতে পারবেন ক্রেতারা।
  • ই-কমার্সের ফলে ব্যবসা পরিচালনা করতে খরচ অনেক কম হয় এবং এক জনের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব।
  • সহজে ব্যবসা শুরু করা যায় এবং সহজেই ব্যবস্থাপনা করা বা এগিয়ে নেওয়া যায়।
  • কম খরচে উন্নত মানের সেবা পাওয়া যায় এবং ক্রেতা সরাসরি না গিয়ে প্রোডাক্ট নির্বাচন করতে পারে।
  • ভৌগলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই ক্রেতার কাছে পৌছানো যায় বা পণ্য বিক্রি করা সম্ভব।
  • প্রডাক্ট রিভিউ এর মাধ্যমে ক্রেতা কে পণ্যের মান সম্পর্কে জানানো এবং খুব কম খরচে ই-কমার্স বিজনেস এর মার্কেটিং করা যায়।
  • সময় বাঁচে এবং সহজলভ্য হয়। দেখা যায় সবকিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না মার্কেটে যাবার ই কমার্সের জন্য এখন ঘরে বসেই অর্ডার করা যায়।
  • ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন ও একটা ধারণা তৈরি হয় যেটা এই সময়ে আপনার কমিউনিটি বৃদ্ধিতে দারুনভাবে সাহায্য করে।
  • বিক্রেতার সম্পর্কে ধারনা নেওয়া যায়, আমরা সরাসরি দোকানে কিনতে গেলে বিক্রেতার প্রতি ধারণা লাভ করাটা কঠিন কিন্তু ই-কমার্সের কল্যানে বিক্রেতার পার্সোনাল প্রোফাইল ও পেজ ভিজিট করে তার সম্পর্কে ধারণা লাভ করা যায়।
May be an image of 2 people, people standing and outdoors
Shamima Sultana, Nihar Parvin Nipa and 29 others
2 Shares
Like

Comment
Share

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *