কনটেন্ট মার্কেটিং এই শব্দটার সাথে আমরা সবাই এখন কমবেশি বেশ পরিচিত। কিন্তু কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে আমরা সবাই অভিজ্ঞ তো? না হলে চলুন আজ একটু এ ব্যাপারে জেনে আসি।
এখন Digital Marketing এর যুগ। আর এই digital marketing এর প্রধান চাবিকাঠি হলো কন্টেন্ট। শুধু digital marketing বললে হয়তো ভুল বলা হবে। আপনি ইন্টারনেটে যা পড়ছেন সবই হলো content।
কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আপনি আপনার কোল্ড অডিয়েন্সকে Warm-up audiences’ এনগেজড করতে পারেন। প্রতিনিয়ত কনটেন্ট পাবলিস্ট করলে সেখান থেকে একটা নির্দিষ্ট কাস্টমার বেইজ তৈরি হয় এটাকে বলা হয় মার্কেটিং ট্রাজেডি।
কনটেন্ট মার্কেটিং করার মৌলিক ৫ টি পদক্ষেপ –
১.আপনার বিজনেসের এটুজেড জানুন।
২.অডিয়েন্স কে বা কারা জানুন।
৩.অডিয়েন্সের জন্য মার্কেটিং পিচ বা কনটেন্ট তৈরি করুন।
৪.আপনার বিজনেস ও অডিয়েন্স অনুসারে social-media এবং অন্যান্য প্ল্যাটফর্ম নির্বাচন করুন।
৫.পটেনশিয়াল গুলো নার্সিং করুন এবং রেজাল্ট ট্রাক করতে থাকুন।
Bonus point – এই framework এর কোথাও কোন Leakage আছে কিনা তা জানার জন্য একজন কনটেন্ট মার্কেটিং কনসালটেন্টের পরামর্শ নিন।