কারো কাছ থেকে কিছু শিখলে সেখানে সহজ-সরল স্বীকারোক্তি দিতে পারাটা একটা শিক্ষা এবং এই শিক্ষার অভাব অনেক।
কিন্তু তাই বলে, জেনে কিংবা না জেনে, যেভাবেই হোক কাউকে তেল দেয়াটা অন্যায়।অন্যায়ের প্রতিবাদ করতে পারাটাও একটা শিক্ষা,সেটা আবার সবার মাঝে থাকেনা।
আমি ছোট থেকেই স্বভাবগত ভাবেই বেশ ঘাড়ত্যাড়া মানুষ,কাউকে তেলানো কিংবা কারো অন্যায় মেনে আপোষ করা আমার সংবিধানে নেই।এজন্য অনেক ই-কমার্স সেলিব্রেটির কাছেই আমি অপ্রিয়দের তালিকায়।