কোনকিছুই আপনার পক্ষ্যে যাচ্ছেনা, কিছুই হচ্ছেনা মনের মত, এমন হলে কি করা যেতে পারে?
১। নিজেকে সময় দেন সবার আগে।
২। যেকোন একটা স্কিলে মন দেন।
৩। স্কিল অর্জনের জন্য সবকিছু থেকে দূরে থাকেন।
শুরুটা কষ্টের হবে কিন্তু,আপনি যখন একবার শুরু করবেন তখন আস্তে আস্তে নিজের উপরে কনফিডেন্স বাড়বে।দিন দশেক পরে দেখবেন একটা পরিবর্তন আসছে আপনার মাঝে।একমাস পরে দেখবেন,আপনি অনেক সাহসী হয়েছেন।
৬ মাস পরে সবাই বলতে থাকবে-
কিভাবে হলো?
কিভাবে করলেন?
কবে থেকে শুরু করলেন?
তখন আপনি এমনিই জিতে যাবেন।