কোন একটা নির্দিষ্ট বিষয় সর্ম্পকে তথ্য তুলে ধরা হল কন্টেন্ট। কিন্তু এই কন্টেন্টের সৌন্দর্য ও ডিমান্ড নির্ভর করে, কে কিভাবে ও কতটা সুন্দরভাবে এই কন্টেন্টকে প্রেজেন্ট করতে পারে তার উপর।
কন্টেন্টকে মূলত যেসব ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে সেগুলো হলো –
১. ব্লগ রাইটিং
২. ইমেইল রাইটিং
৩. কপিরাইটিং
৪. টেকনিক্যাল রাইটিং
৫. অ্যাড এন্ড প্রোমো রাইটিং
৬. স্ক্রিপ্ট রাইটিং
৭. লং ফরম কনটেন্ট রাইটিং
৮. গোস্ট রাইটিং
এখন জানার বিষয় হল কনটেন্ট মূলত কত প্রকার। অনেকেই আমরা ভাবি শুধুমাত্র লিখালিখি করাটাই কনটেন্ট রাইটিং আসলে বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয়।
★ লিখিত বা টেক্সট কন্টাক্ট
★ ছবি বা ইমেজ কনটেন্ট
★ শব্দ বা ভিডিও কনটেন্ট
★ ভিডিও বা এনিমেশন কন্টাক্ট