ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মুল্য বেশি হলেই সেখানে লাভ থাকেনা

 

১০০ টাকা দিয়ে পন্য কিনে ১৩০ টাকায় সেল করলেই উদ্যোক্তা হওয়া যায়না কিংবা ৩০% প্রফিট এসে যায়না, বরং সকল প্রকার খরচ ঠিক-ঠাক না হিসাব করতে পারলে, ঐ প্রোডাক্টে ১০% লস ও হতে পারে।

* প্রতিদিনের হিসাব প্রতিদিন করুন
* প্রাইসিং নিয়ে দারুনভাবে জেনে নিন
* প্রোডাক্ট প্রাইসিং করাটা শিখে নিন প্রয়োজনে
* প্রোডাক্টের সোর্সিং এর জন্য বেশি সময় দিন
* বিজনেস টাকে প্রফেশনালভাবে নিতে চাইলে অবশ্যই পরিপূর্নভাবে নিজেকে তৈরি করে নিন

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *