জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে – সব কিছু তে নিজের মতামত যে দেবার প্রয়োজন নেই,আমাদের অনেকেরই এই জ্ঞান থাকেনা।
মানুষ হিসেবে যেহেতু জন্মেছেন – চারদিকে বিভিন্ন ইস্যু ছিলো,আছে এবং থাকবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই।
এর ওপরে যোগ হয়েছে সোশাল মিডিয়া। আর এখানে তো আমরা আমাদের, ইন্টারনেটে থাকা মুহুর্ত্বগুলির ৯৯% সময় কাটাচ্ছি তাই- আপনার,আমার জীবন টা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলা দিয়ে ঘেরা থাকবে।
কেননা সোশাল মিডিয়া তখনই মজার – যখন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।এবং আমরা সোশ্যাল মিডিয়াকে নিজেদের মজার জায়গা বলেই জানি।
আমাদের ব্রেইনের সবচেয়ে বেসিক পার্ট টা কে নাড়া দেয় এসব ইস্যু এবং একারণেই বানর যেমন কলা দেখলে লাফালাফি করে – আপনার ও মনে হবে কার গোপন বাচ্চার খবর আসলো – আমি ২ টা লাফ দেই এবং সেই আলোচনায় যোগ দেই।
আপনার ব্রেইনের লজিকাল সাইড টা কে আরেকটু ব্যবহার করে তখন জোর করে চিন্তা করার চেষ্টা করতে হবে যে সব ইস্যু তেই আমার লাফানো টা আদৌ দরকার আছে কি না।
অবাক হয়ে দেখবেন – বেশির ভাগ ইস্যু তেই আসলে আপনার লাফানোর কোন দরকার নেই।এক বছর আগের মেমরীতে আসা পোষ্টগুলির ম্যাক্সিমামই আমরা ম্যাক্সিমাম মানুষ শেয়ার করতে পারিনা,কারন নিজেদেরই ইম্যাচিউরিটি নিয়ে হাসি আসে।
কার বর আবার বিয়ে করলো,কার বাচ্চা হলো,কে কাকে নিয়ে খাচ্ছে,কার লাইফে নতুন প্রেম এসেছে এগুলি কি আসলেই আপনার-আমার জীবনে কোন প্রভাব ফেলার কথা?
এইগুলা আজ করছেন হয়তো আনন্দ পাচ্ছেন,তবে রি কারনেই যেন পস্তাইতে না হয়।