জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর মন্ত্র

জীবনের এই যুদ্ধে কোন ধাপই সহজ নয়,কঠিন এই ধাপগুলি পার করতে গেলে আমাকে আপনাকে হয়তো বহুবার পড়ে যেতে হবে কিন্তু তাই বলে কি থেমে যাবেন?
নাহ, ঘুরে আপনাকে দাঁড়াতেই হবে।
আজ এমন কিছু নিয়ে লিখছি,যা আপনাকে অনুপ্রাণিত করবে –
☑️ প্রথমেই মনে রাখুন, সর্বদা শিক্ষাগত যোগ্যতা
অনুযায়ী চাকরি পাবেন, এটা না-ও হতে পারে।এটা কোন সমস্যায় না।
☑️ কোন অবস্থাতেই, বিভ্রান্ত হবেন না। সঠিকভাবে চিন্তাভাবনা করুন।
☑️ যেকোন অবস্থায় একটা ভাল পরিকল্পনার প্রয়োজন।তাই সময় নিয়ে পরিকল্পনা করুন।
☑️ পরিকল্পনা যা করবেন তা বাস্তবায়ন না করলে চলবেনা,তাই বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করুন।
☑️ অবসাদে ভুগবেন না। এতে মুলত আপনারই
ক্ষতি। আত্মবিশ্বাসটা বজায় রাখুন।যেকোন অবস্থায়
সেটাই আপনার পুঁজি।
☑️ নিজের দক্ষতার জায়গাগুলি সম্পর্কে স্পষ্ট
ধারণা রাখুন।
☑️ শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা, এই দু’টির
যোগফলে যে কাজ আপনার জন্য শ্রেষ্ঠ, সেগুলিই
বেছে নিন।মনের কথার প্রাধ্যান্য দিবেন।
☑️ যোগ্যতা অনুযায়ী যে চাকরি পেতে পারেন, শুধুমাত্র সেগুলিতেই আবেদন করবেন না।always think outside the box.
☑️ যেকোন প্রকার পরীক্ষা এবং ইন্টারভিউ-এর জন্য নিজেকে খুব ভাল করে তৈরি রাখুন।
☑️ যেকোন সুযোগকেই শেষ সুযোগের ন্যায় ভাবুন,প্রতিটি সুযোগই আপনার কাছে তাহলে মরনকামড় দেবার মত এনার্জী দিবে।
☑️ সবসময়ে হাসিমুখে থাকুন। খুশি থাকুন। মনে রাখুন, আপনি লড়াই করছেন। যুদ্ধে কেউ মনমরা থাকেন না।
☑️ শত্রুকে সর্বদা সামনে রাখুন,আগলে রাখুন।যেন তার মুভমেন্ট বুঝে চলতে পারেন।
☑️ সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হউন,যেকোন অবস্থাতেই যেন বিচলিত হয়ে পথ না হারান।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *