টপিক- ই-কমার্স ওয়েবসাইট তৈরির বিস্তারিত নিয়মকানুন

সেশন-১.৪
ই কমার্স ওয়েবসাইট তৈরির ধাপসমুহ
  • ডোমেইন হোষ্টিং ক্রয়
  • ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভলপমেন্ট
  • লেনদেন ও পেমেন্ট গেটওয়ে
  • নিরাপত্তা
এইগুলি ছিলো মেইন পয়েন্ট, এখন আলোচনা করতে হবে এইগুলির বিস্তারিত নিয়ে। উপরিক্ত বিষয়গুলি সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকলেও আপনাকে ঠকাতে পারবেনা কেউ।
ডোমেইন হোষ্টিং ক্রয়-
ওয়েবসাইট তৈরির একদম প্রথম ধাপ হলো, ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা। ডোমেইন-হোষ্টিং সম্পর্কে জানতে আপনি চাইলে আমার লেখা এখানে সার্চ করে পড়তে পারেন কিংবা আমার ব্লগ www.ictcreation.com

 থেকেও পড়তে পারেন, এছাড়া আমার ইউটিউব চ্যানেল www.youtube.com/ictcare

 থেকেও ভিডিও দেখে নিতে পারেন।

সহজ ভাষায় বলি, ডোমেইন হল ওয়েবসাইটের নাম, এই যেমন ধরেন google.com, ictcare.com.bd, easysodai.com ইত্যাদি।
আর হোস্টিং হল, আপনার ওয়েবসাইটের তথ্য, পণ্য, পণ্যের ছবি কোথায় রাখবেন, সেই জায়গা। ডোমেইন ও হোস্টিং চাইলে আপনি নিজেই কিনতে পারেন। তবে, এক্ষেত্রে একটু চালাক না হলে, ধরা খাওয়ার সম্ভাবনা আছে।
ডোমেইন কেনার ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হবে:
  • যেই সাইট থেকে কিনছেন তারা বিশ্বস্ত কিনা অর্থাৎ, তারা কত দিন ধরে ব্যবসা করছে। ভবিষ্যততে থাকবে নাকি লোটা-কম্বল নিয়ে পালাবে?
  • ডোমেইনের সম্পূর্ণ কন্ট্রোল আপনাকে দিবে কিনা। ভবিষ্যতে তাদের সাইট থেকে অন্য সাইটে ট্রান্সফার করার সুবিধা আছে কিনা। থাকলে, চার্জ কি রকম এবং ডোমেইন ট্রান্সফার অথেনটিকেশন কোড আপনার নিয়ন্ত্রণে থাকবে কিনা।
  • ডোমেইন রিনিউ ফী কেমন আসবে?
  • কোম্পানি কতটুকু বিশ্বস্ত?
হোস্টিং কেনার ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হবে:
  • দেশের মধ্যে সাইট চালালে তথা শুধু বাংলাদেশের ভিজিটর হলে বিডিআইক্স সার্ভারের হোস্ট কিনুন।
  • কাস্টমার কেয়ারে সাপোর্ট কিরকম?
  • ব্রান্ড ইমেইল সুবিধা আছে কিনা?
  • সম্পূর্ণ সিপ্যানেল অ্যাক্সেস আছে কিনা?
  • কতটুকু জায়গা ও ব্যান্ডউইথ এবং ভবিষ্যতে আপগ্রেড করা যাবে কিনা?
  • তাদের আপটাইম কিরকম?
  • মানিব্যাক গ্যারান্টি দেয় কিনা?
ইত্যাদি আরও অনেক বিষয় আছে, যাচাই করার। অনেকে বলতে পারেন, বাংলাদেশি কোম্পানি খারাপ, বিদেশি ভাল। সত্যি বলতে বাংলাদেশি অনেক কোম্পানি বিদেশিদের থেকে নিয়ে রিসেল করে।
ভাল-খারাপ দেশ-বিদেশ সব জায়গায় আছে। দেশি কোম্পানি হলে সুবিধা হলো, আপনি বিকাশ, রকেট, নগদে পেমেন্ট করতে পারছেন। আর, সাহায্যের প্রয়োজন হলে বাংলা ভাষায় সাহায্যে নিতে পারবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *