টাকা উপার্জন করাটা কঠিন না কিন্তু সৎ পথে টাকা উপার্জন করে সেটাকে কন্টিনিউ করাটা কঠিন।যেকোন কাজ শুরু করে ইনকাম করাটা কঠিন কিছু নয় কিন্তু ঐ ফ্লো টা ধরে রাখাটা কঠিন।
আমাদের দেশের স্টার্টআপ ফল করার সবচেয়ে বড় কারন হলো- ল্যাক অফ নলেজ।আমরা মোটামুটি কোন একটা কাজ শুরু করে দিতে পারলে আর আমাদের চিন্তার কিছু নেই,আর যদি একটু কোনভাবে ইনকাম শুরু হয়ে যায় তাহলে তো কথায় নাই।
ইনকাম যখন হচ্ছেই তখন আর লেখাপড়া করার কিছু আসলে নেই।আমরা জানি যে ইনকাম তো হচ্ছে তাই আর লেখাপড়া দরকার নেই কিন্তু সমস্যার শুরুটা এই চিন্তা থেকেই শুরু হয়।একদিন হঠাৎ করেই ইনকামের রেশিওটা ফল করতে থাকে আর আমরা পড়ে যায় চিন্তায়।
গবেষণা বলছে আমাদের এই ফল করার কারনগুলি নিম্নরুপ-
যথেষ্ট পরিমাণে নলেজ না রাখা
নতুন নতুন টপিকে জানার আগ্রহটা না থাকা
প্রোডাক্ট / সার্ভিস নিয়ে কম্পিটিটর এনালাইসিস না করা
মার্কেট রিসার্স না করা
আপডেটেড মার্কেট অনুযায়ী প্ল্যানিং না করা
ফেইলিউর ইন সেলস সম্পর্কে জ্ঞান না থাকা
বিজনেস মনিটরিং এর জন্য এনালিস্ট কে না রাখা
সারাবিশ্বের সব বড় বড় বিজনেসগুলি পরিচালিত হয় মুলত বিজনেস কোচদের দ্বারা আর এইজন্যই লাইফ স্কিল ডেভলপমেন্ট এর বইগুলির জনপ্রিয়তা এত বেশি আর এদের রাইটার গুলিও ম্যাক্সিমাম এই বিজনেস কোচেরাই।
নোট- আপনি যখন কাউকে মান্য করবেন তখন ঐ মেন্টরকে কোন প্রশ্ন না করে মান্য করতে থাকুন।শিক্ষক কখনোই তার ছাত্র-ছাত্রীদের খারাপ চাইতে পারেনা।