ধৈর্য্য ধরে কাজ করতে হবে

ধৈর্য্য ধরে কাজ করতে হবে,উদ্যোক্তা জীবন সহজ নয়,লেগে থাকলেই সফলতা আসবে।
এগুলি আমি গত ৪ বছর ধরে শুধুমাত্র উদ্যোক্তাদের লিখতে দেখলাম এবং মুখে বলতে শুনলাম।বাস্তবে এই লেগে থাকা আর ধৈর্য্য ব্যাপারটা নিয়ে কাজ করতে, একইসাথে প্রপার ডেডিকেশন নিয়ে কাজ করতে আমি অন্তত ৫০ জনকে একটানা, একসাথে দেখিনি।
উদ্যোক্তাদের নিয়েই তো কাজ করি- সমস্যা থাকেই সবার কিছু না কিছু,যা কাজ বন্ধ করা কিংবা অফ করার জন্য যথেষ্ট বলে তারা মনে করে।
অনেকেই আবার আছে- একটু সেল হলেই ভাবে,আমি শিখে গেছি,আমি পেরে গেছি,আমি একাই পারবো।এরপরে আবার ফ্লো নস্ট করে এসে- ভাইয়া,আমার জন্য কিছু করেন।
এইজন্য আমি আগে ফ্রীতে কথা বললেও এখন অনলাইন ও অফলাইন কনসাল্টেন্সি ফী নিয়ে কথা বলি।একমাস পরে এলে আবার চার্জ দিয়েই বলতে হবে।
আপনারা আমাকে নিয়ে যা খুশি বলতেই পারেন,আমি নিজেকে আসলে সেইভাবেই প্রস্তুত করেছি- যেখানে আমার কাছে প্রফেশনালিজম বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *