নিজের ক্যারিয়ারে চলার পথে যে কোন উদ্যোগক্তার ব্যার্থতার জন্য যে কারন গুলি পেয়েছি আজ সেগুলি নিয়ে আলোচনা করবো।

☑️অন্যকে দোষারোপ করার স্বভাব
☑️ অন্যের উপর নির্ভর করে থাকা
☑️ প্রফেশনালিজমের অভাব
☑️ কমিউনিকেশন স্কিলের অভাব
☑️ অকারণে সহজ জিনিস গুলাকে জটিল করা
☑️ সুপিরিয়র কমপ্লেক্সসিটি
☑️ সবসময় শুধু নিজের লাভের কথা ভাবা
☑️ নিজে ছাড়া বাকি সবাইকে বোকা ভাবা
☑️ ফিনানশিয়াল ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ না করা উলটা শুধু ডিপেন্ড করা।
☑️ অহংকার তৈরি হওয়া
☑️ নিজে যে সুবিধা পাচ্ছি তাতে ফোকাস না করে বাকিরা বেশি পাচ্ছে কেন তা নিয়ে হিংসা করা
☑️ নিজের দক্ষতা না বাড়ানো
☑️ যুগের সাথে সাথে নিজের প্লানিং এবং স্ট্র্যাটেজির পরিবর্তন না করা
☑️ নেটওয়ার্কিং এর দুর্বলতা
☑️ ডাটা এনালাইসিস না করা
☑️ মার্কেট এনালাইসিস না করা
☑️ সেলস এবং মার্কেটিং নিয়ে না ভাবা
☑️ আমি যেন সবজান্তা টাইপের মনোভাব
☑️ প্রায়ওরিটি সেট করতে না পারা
☑️ নতুন জেনারেশনের সাথে মিশতে না পারা
☑️ টিমের সাথে এডজাস্ট করতে না পারা
☑️ ডিজিটাল টুল গুলোকে এভয়েড করা
☑️ বই না পড়া
☑️ রিলেভেন্ট নতুন কিছুতে দক্ষতা না বাড়ানো
☑️ যতটুকু পাচ্ছি তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করা
☑️ সাহায্য চাইতে গিয়ে এমন ভাবে চাওয়া যেন পাওনা কোন কিছু ফেরত চাচ্ছি
☑️ উপকার পাওয়ার পর তা ভুলে যাওয়া
☑️ কিছু সফলতা পাওয়ার সাথে সাথে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা
☑️ কাজের এবং ফ্যামিলি দুই ক্ষেত্রেই ডিসিপ্লিন লাইফ লিড না করা
☑️ প্রফেশনাল দক্ষতাতে সময় এবং টাকা ইনভেস্ট করতে কার্পন্য করা

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *