পণ্য বা সেবার দাম হতে হবে কাস্টমারের হাতের নাগালে।
অনেকেরই প্রশ্ন ক্রেতা আসছেন, নক করছেন কিন্তু কেনাকাটা করছেন না কেন?
এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে।
ধরুন, আপনি একজন কাস্টমার। আপনি একটি শাড়ি কিনবেন। সর্বপ্রথম আপনার মাথায় কি আসবে?
অবশ্যই বাজেট এবং শাড়ির মান। যেখানে আপনি কম প্রাইসে শাড়িটি পাবেন সেখান থেকেই কিনবেন।
আশা করি উত্তর পেয়ে গেছেন।
প্রাইসিং সিলেকশন ও সেলিং ডিভিশনের একটা বড় প্রশ্ন হল, আপনি কম প্রফিটে বেশি সেলস চান নাকি বেশি প্রফিটে কম সেলস?
এক্ষেত্রে, প্রতি প্রোডাক্টে লাভ কম হলেও টোটাল অ্যামাউন্টে লাভ বেশি হবে এমন প্লান করুন।
মনে রাখবেন কাস্টমারকে ধরে রাখায় আপনার মূলমন্ত্র।