পন্যের কোয়ালিটিই ম্যাটার করে সবারচেয়ে বেশি

আমরা অনেক উদ্যোক্তাই নিজেদের অবস্থান ও প্রতিষ্ঠান নিয়ে চিন্তিত,তাদের সকলের জন্যই আজকের এই পোষ্ট টা দিচ্ছি।
ভাবীর বড়া
হুম ঠিকই শুনছেন।যশোর শহর থেকে প্রায় ১০ কিলো দূরে একটি গ্রামের দোকান,নাম হলো ভাবীর বড়া।
মজার ব্যাপার হলো- এইখানে যেতে আপনাকে যে রাস্তা আর ধুলা পার করতে হবে সেটা দেখে আপনারা যে কেউ আর যেতে চাইবেন না।
আমিও যদি আগে থেকে না জেনে যেতাম তবে পথ দেখে ফিরে আসতাম এটা শিউর।এত ধুলা আর কাঁচা রাস্তা তবুও গেছি।আর মনে মনে ভেবেছি বৃষ্টি হলে এই রাস্তা পার করে বাড়ি কিভাবে যাবো?
যাহোক মুল কথায় আসি,এইটা একজন নারী উদ্যোক্তার দোকান।একাই শুরু করেছিলেন নিজের বাড়ির উঠানে,এখন ৬ জন কর্মচারী আর দিনে ২০০০ থেকে ৫০০০ পিস বড়া সেল হয়।শুক্রবার আবার এই সংখ্যাটা ১০০০০ পেরিয়ে যায়।
বড়ার সাথে দুই রকমের চাটনি দেয়া হয় সেগুলার সাথে গরম এও বড়ার স্বাদ যেন অতুলনীয়।
বাকি লেখা ছবির ক্যাপশনে আছে।আগে ক্যাপশন পড়ে আসেন।
ক্যাপশন পড়ে কি বুঝলেন?
কোথায় আছেন, প্লেস কেমন এসব ম্যাটার না।ম্যাটার হলো আপনার প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্ট ভালো হলে কাষ্টমার এমনিই আসবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *