কাজ করতে গিয়ে আমরা যে ভুল গুলো করে ফেলি নিজের অজান্তেই। তার মধ্যে প্রধান ভুল হলো কাজের থেকে পরিকল্পনা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়া।
আগে থেকে পরিকল্পনা করেই যাচ্ছি কিন্তু পরিকল্পনার কবলেই আটকে আছি আজ না কাল করে করে এক এক করে দিন চলে যাচ্ছে শুরুটাই করতে পারছি না। এই পরিকল্পনা দিয়ে ফলাফল কি হবে?
হ্যাঁ পরিকল্পনা কাজের অর্ধেক, এবং পরিকল্পনা করে কাজ করলে সফলতা আসবে নিশ্চিত তবে এক মাথায় কাজ আর পরিকল্পনা রাখলে আপনি শুরুই করতে পারবেন না।
আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের টাকা আছে বুদ্ধি আছে অনেক দিন থেকে প্ল্যান করেও কাজ শুরু করতে পারছেন না।বরং এখনো প্ল্যান করে যাচ্ছেন আগামীকাল শুরু করবেন বলে।
একটা কথা মনে রাখবেন অধিক পরিকল্পনাকে আপনি কাজে রুপ দিতে পারবেন না।তাই আজকের কাজ আজকে করুন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে শিখেন প্রয়োজনে এই বিষয় expert তাদের থেকে পরামর্শ নিন।
সময় কে বহমান না রেখে কাজে লাগান, না হয় আপনার শুরুটা হয়তো পরিকল্পনাতেই থেকে যাবে বাস্তবে তার কোন ফলাফল দেখতে পাবেন না।