পরিস্থিতি যত কঠিনই হোক না কেন,কোন অবস্থাতেই আপনি আপনার বাবা-মাকে ভুলে যাবেন না।তাদের খেদমতে অবহেলা করবেন না। আপনাকে যারা বিপদে ফেলেছে,তাদেরকে কখনোই ভুলে যাবেন না।ক্ষমা করবেন কিন্তু ভুলে যাবেন না। যারা একবার বিশ্বাস নষ্ট করেছে,তাদেরকে আর কখনোই বিশ্বাস করে,বিশ্বাস নষ্ট করার সুযোগ দিবেন না। পরিস্থিতি যতই প্রতিকুলে চলে যাক না কেন,সিচুয়েশন যতই খারাপ হোক,কখনোই আশাহত হবেন না। মানুষের কথাকে,তাদের দেয়া কষ্ট,অপমান,অবহেলা এগুলিকে সাথে নিয়েই নিজের সফলতার জন্য কাজ করুন।