আপনি যদি ইতোমধ্যে পার্সোনাল ব্র্যান্ড শুরু করার কথা ভেবে থাকেন তবে আপনাকে অভিনন্দন! কেননা বর্তমানে পার্সোনাল ব্র্যান্ডিং টা সুবিধার চেয়ে প্রয়োজনীয়তাই বেশি হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক জীবন এমনকি বন্ধুত্বের জন্যও পার্সোনাল ব্র্যান্ড এখন আবশ্যক। বলা যায় এটি বর্তমান দশকে টিকে থাকার প্রস্তুতি।
পার্সোনাল ব্র্যান্ড এতো আলোচিত বিষয় হলেও, এতে অনেক ছোট ছোট ভুলও অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
চলুন আজকে জেনে নিব সেই ভুল গুলিকে নিয়ে-

এটি ভাবা যে পার্সোনাল ব্র্যান্ড আপনার জীবনযাপনের সাথে সম্পর্কিত নয়।

আপনি নন, এমন কেউ হিসেবে নিজেকে উপস্থাপন করা। অর্থাৎ সম্পূর্ণ আপনার বাইরের স্বত্তাকে প্রেজেন্ট করা।

খারাপ কিছু ঘটার আগ পর্যন্ত অপেক্ষা করা।

প্ল্যানিং ছাড়াই পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজ শুরু করে দেয়া।

শুধু নিজের কথা চিন্তা করা।

খুব দ্রুত ফলাফল আশা করা।

প্রভাবশালী ব্যাক্তিদের এড়িয়ে চলে যাওয়া বা ইগনোর করা।

শুধুই অন্যের লেখনী অন্যের ছবি দিয়ে কন্টেন্ট লেখা কিংবা শেয়ার করা।

যেকোন টপিকে কন্টেন্ট লিখতে অনিহা প্রকাশ করা।

ফ্যান বা ফলোয়ারের ক্ষেত্রে,নিজের কোয়ালটির চেয়ে কোয়ান্টিটির গুরুত্বে মনোযোগ দেয়া।