আমি অনেক জায়গাতেই বলেছি,প্রোডাক্টের প্রেজেন্টেশন সুন্দর হয়না বলেই আপনাদের পোস্টগুলি রিচ হয়না।অনলাইনে মানুষ পন্য কেনেনা সেখানে সবাই কেনে ছবি।যদি ছবি সুন্দর হয় আর আপনার উপস্থাপন সুন্দর হয় তাহলে অডিয়েন্স সেটাতে ক্লিক করে।
এই ক্লিক আসা মানেই পোস্টে ইম্প্রেশন বেড়ে যাওয়া। আর ইম্প্রেশন বেড়ে গেলেই এলগরিদম সেই কন্টেন্ট কে নিজে থেকে অন্যের ওয়ালে নিয়ে যাবে।ফেসবুক এলগরিদম কিভাবে কাজ করে তা নিয়ে আমি আগেও অনেক লিখেছি।যেগুলি সার্চ করলেই সেগুলি পড়তে পারবেন।
এইজন্য সবার আগে শিখতে হবে প্রোডাক্ট প্রেজেন্টেশন করা।আপনারা ম্যাক্সিমামই পেজে ইচ্ছামত ইমেজ দেন।অনেকেই আবার বলে থাকেন যে- ওমুকের পেজে তো লাগেনা,ওমুক তো করেনা।
আসলে বিজনেস এখন আর আগের মত নেই।অনেক কঠিন হয়ে গেছে আর এখন সবকিছুই হচ্ছে প্রফেশনাল ওয়েতে।সেখানে আপনি পিছিয়ে যাবেন আপনার অজ্ঞতার জন্যই।