একটি বিজনেস কার্ড, যা কলিং কার্ড হিসেবেও পরিচিত। এটি একটি ছোট কার্ড যা ব্যবসায়িক এবং সামাজিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটিকে আপনার বিজনেসের মার্কেটিং ও বলা চলে।
ধরুন আমাদের এ কোম্পানী ICT CARE এর নামে আমরা একটা ব্রান্ডিং করতে চাচ্ছি। এর জন্য অন্যতম মাধ্যম হলো ভিজিটিং কার্ড।
কেউ অফিসে আসলে তাদেরকে আমরা ভিজিটিং কার্ড দিয়ে থাকি।এতে করে সেই ব্যক্তিটি আমাদের কোম্পানি সম্পর্কে একটা ধারণা পায় এবং অন্যকেও আমাদের কোম্পানি সম্পর্কে বলে যে, চাইলে এখানে কাজ করতে পারেন আমরা কাজ করেছি।এটা কোম্পানীর জন্য অনেক বড় একটা প্রাপ্তির বিষয়। এটাকে মূলত এক ধরনের মার্কেটিং বলা হয়। একটি কার্ড আপনার কোম্পানিকে সুন্দরমতো রিপ্রেজেন্ট করে।
চলুন জেনে নিই ভিজিটিং কার্ডে কি কি বিষয় থাকতে হবে।
★আপনার নাম
★কোম্পানির নাম
★কোম্পানিতে আপনার অবস্থান
★মোবাইল নাম্বার
★ইমেল
★ওয়েবসাইট
★আপনার কোম্পানির ঠিকানা
আমরা অনেকেই হয়তো জানি না ভিজিটিং কার্ডের একটা স্টান্ডার্ড সাইজ আছে। ভিজিটিং কার্ড দেশ অনুযায়ী এর সাইজ ভিন্ন হয়ে থাকতে পারে। আপনি চাইলে কাস্টম সাইজ করে বানাতে পারেন এটা সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত ইচ্ছা। ভিজিটিং কার্ড বানাতে হলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন হবে।