বিজনেস টিপস – ১৫

সব বলে ছক্কা মারতে গেলে যেমন ভালো ব্যাটসম্যান হওয়া যায়না এবং অনেকক্ষণ ক্রিজে টিকে থাকা যায়না ঠিক তেমনই, আপনি যদি একাই বিজনেসের সব করতে চান,তাহলে সেখানে কোন ভালো আউটপুট আশা করা যায়না।
একজন উদ্যোক্তা হিসাবে আপনাকে শুরু থেকেই প্রপার বাজেট ও প্ল্যানিং সাজাতে হবে।এরপরেই আপনাকে লিডারশীপ কোয়ালিটির দিকে জ্বোর দিতে হবে।আপনালে একটা ভালো টিম তৈরির দিকে নজর দিতে হবে।
শুরুতে প্রতিটি কাজের জন্য স্পেসিফিক মানুষ রাখা সম্ভব হবেনা বলেই আপনার উচিত কোন এজেন্সিকে হায়ার করা।যারা আপনার Graphical Content, Text Content, caption copyright.Editing, Digital Marketing এগুলি খেয়াল রাখবে।
আপনার কাজ হবে-
✅ Market research
✅ Product Knowledge gathering
✅ Product Sourcing
✅ Customer Service
✅ Customer Database
✅ Smooth Delivery System
✅ Competitor Analysis
আপনার মেন্টর কে সাথে নিয়ে প্ল্যান করুন।আপনার মেন্টর আপনাকে অবশ্যই এসব ব্যাপারে সাহায্য করবে আর তার সাথে সপ্তাহে অন্তত একদিন অনলাইন এবং মাসে একদিন সরাসরি মিটিং করবেন।
Run, to catch your “DREAM”.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *