মানুষ মুলত তিনটি কারনে আপনার পিছনে, আপনাকে নিয়ে বাজে কথা বলে-
১. যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারেনা
২. আপনার যা আছে,হয়তোবা তাদের সেগুলি নেই
৩. মুলত তারা আপনার মতই হতে চাই,কিন্তু হতে পারেনা
জীবনে ভালো থাকার ওপেন সিক্রেট এটাই- “কারো কথা গায়ে না লাগানো”।